Arvind Kejriwal: দিল্লির কথিত মদ নীতি মামলায় বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে রাউজ অ্যাভিনিউ আদালতে পেশ করেছে সিবিআই। সিবিআই গতকাল তিহারে পৌঁছে অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছিল। এর আগে, সিএম কেজরিওয়াল ইডি মামলায় ট্রায়াল কোর্ট থেকে জামিন পেয়েছিলেন, বুধবার দিল্লি হাইকোর্ট সেই আদেশের উপর স্থগিতাদেশ জারি করে।
নতুন আবগারি নীতি কেলেঙ্কারির মামলায় বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে রাউজ অ্যাভিনিউ আদালতে হাজির করা হয়। সিবিআই আদালতের কাছে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের হেফাজতে দাবি করতে পারে। আদালত উপস্থিত রয়েছেন কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়ালও।
মঙ্গলবার, সিবিআই কেজরিওয়ালকে তিহার জেলে জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর বয়ান রেকর্ড করে। এছাড়াও, বুধবার সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানি হবে। আবগারি নীতি মামলায় ট্রায়াল কোর্টের তরফে দেওয়া জামিনের উপর স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে কেজরিওয়ালের আইনজীবী।
মঙ্গলবার রাত ১১.৩০ মিনিটে তিহার জেলে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আধিকারিকরা তার দেওয়া উত্তরে সন্তুষ্ট নন বলেই সিবিআই সূত্রের খবর। তাই, এখন দিল্লির মুখ্যমন্ত্রীকে আদালতে পেশ করা হয়েছে, যেখানে সিবিআই তাকে গ্রেফতার করে রিমান্ডের দাবি জানিয়েছে।
আরও পড়ুন : < Lok Sabha Speaker Election: স্পিকার নির্বাচনের আগে বিরাট স্বস্তি ইন্ডিয়ার, ‘এনডিএ’-র রক্তচাপ বাড়ালেন মমতা >
কেজরিওয়ালকে এমন সময়ে রাউজ অ্যাভিনিউ আদালতে হাজির করা হয়েছে যখন বুধবারই সুপ্রিম কোর্টে তার একটি জামিনের পিটিশনের শুনানি হতে চলেছে। মদ নীতির মামলায়, নিম্ন আদালত ২০ জুন কেজরিওয়ালকে জামিন দিয়েছিল। পরে হাইকোর্ট জামিনের উপর স্থগিতাদেশ জারি করে। আজ তাঁর আবেদনের শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে।