Arvind Kejriwal: দিল্লির আবগারি নীতি মামলায় ইডি-র গ্রেফতারি মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্ট এদিন কেজরির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। এখন আদালত মামলাটি বৃহত্তর বেঞ্চে অর্থাৎ তিন বিচারপতির বেঞ্চে পাঠিয়েছে। যদিও কেজরিওয়ালকে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে, তবে তিনি এখনই জেল থেকে বের হতে পারবেন না। কারণ এই মামলায় তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই গ্রেফতারি মামলায় জামিন না পাওয়া পর্যন্ত জেলেই থাকতে হবে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে।
দিল্লির আবগারি নীতি মামলায় জামিন পেলেন কেজরিওয়াল, বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় বড়সড় স্বস্তি পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি আবগারি নীতি সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বিষয়টি তিন বিচারপতির বেঞ্চে পাঠিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল ইডি-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ করেছিলেন। আর্থিক তছরুপ মামলায় ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি।
তবে, কেজরিওয়াল এখনও জেল থেকে বেরিয়ে আসতে পারবেন না, কারণ তিনি এখনও সিবিআই মামলায় বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। দিল্লি আবগারি নীতি মামলায় ইডি-র গ্রেফতারিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এ বিষয়ে আজ রায় দিল সুপ্রিম কোর্ট। অরবিন্দ কেজরিওয়ালের আবেদনের সিদ্ধান্ত নেওয়ার সময় জারিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি এবং ইডি-র আইনজীবী এসজি তুষার মেহতা আদালতে উপস্থিত ছিলেন। তবে সুপ্রিম কোর্ট মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠিয়েছে।
বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ এই সিদ্ধান্ত দিয়েছে। বেঞ্চ ১৭ মে অরবিন্দ কেজরিওয়ালের আবেদনের উপর তার সিদ্ধান্ত সংরক্ষণ করেছিল। ১৫ এপ্রিল, সুপ্রিম কোর্ট আর্থিক তছরুপ মামলায় অরবিন্দ কেজরিওয়ালের আবেদনে ইডির কাছে প্রতিক্রিয়া চেয়েছিল।
আরও পড়ুন - < Rajnath Singh: গুরুতর অসুস্থ মোদী মন্ত্রীসভার এই হেভিওয়েট নেতা, তড়িঘড়ি ভর্তি করা হল AIIMS-এ >
এদিকে জামিন পেলেও আপাতত জেলেই থাকতে হবে কেজরিকে। কারণ তিনি সিবিআইয়ের হাতেও গ্রেফতার হয়েছেন কয়েকদিন আগে। সম্প্রতি আদালত কক্ষেই দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল সিবিআই।
২৫ জুন, মদ নীতি মামলায় দুর্নীতি প্রতিরোধ আইনে সিবিআই কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল। এখন ইডি-র গ্রেফতারের বিরুদ্ধে দায়ের করা আবেদনে জামিন পেয়েছেন কেজরিওয়াল। এমন পরিস্থিতিতে জেল থেকে বেরিয়ে আসতে চাইলে সিবিআই গ্রেফতারের বিরুদ্ধেও আদালতের ক্লিনচিট পেতে হবে তাঁকে।