Advertisment

Lok Sabha Election 2024: আসন ভাগাভাগির প্রশ্নে জট কাটল জোটে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঘুঁটি সাজাচ্ছে আপ-কংগ্রেস

সূত্রের খবর উভয় দলের তরফে আসন ভাগাভাগি ইস্যুতে সিলমোহর দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
aap congress seat sharing, arvind kejriwal, mallikarjun kharge

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির নয়া দিল্লিতে রবিবার, ফেব্রুয়ারী 18, 2024-এ তাঁর বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজের সময়। (পিটিআই ছবি)

কংগ্রেস এবং আম আদমি পার্টি (আপ) এই সপ্তাহে আসন ভাগাভাগির বিষয়ে বেশ কয়েক দফা আলোচনার পর দিল্লির সাতটি লোকসভা আসন বন্টনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

Advertisment

সূত্রের খবর উভয় দলের তরফে আসন ভাগাভাগি ইস্যুতে সিলমোহর দেওয়া হয়েছে। আপ আসন্ন লোকসভা নির্বাচনে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে কংগ্রেস তিনটিতে লড়াই করবে।

আসন ভাগাভাগির প্রশ্নে এক সিনিয়ার আপ নেতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, "আসন বণ্টন নিয়ে একটা সমাধান সূত্র মিলেছে। আমরা শীঘ্রই প্রকাশ করব কোন আসনে কোন দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন”। দলীয় সূত্র জানিয়েছে, কংগ্রেস পূর্ব এবং উত্তর পশ্চিম দিল্লি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।

CONGRESS AAP
Advertisment