কয়লাকাণ্ডে এবার রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামী ২০ অগাস্টের মধ্যে সর্বভারতীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
কয়লাকাণ্ডে অস্বস্তি চরমে অভিষেক-পত্নীর। জামিন যোগ্য ধারায় জারি হল গ্রেফতারি পরোয়ানা। কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে বারবার নোটিস পাঠিয়ে তলব করে ইডি। যদিও একাধিক কারণ দেখিয়ে বারবার সেই হাজিরা এড়িয়েছেন অভিষেক-পত্নী। উল্লেখ্য, এর আগে কয়লাকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু'বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কেন্দ্রীয় এই সংস্থার দিল্লির অফিসে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে তৃণমূল নেতাকে।
আরও পড়ুন- ‘CBI-৩৫৬ দাওয়াই নয়-রাজনৈতিক লড়াই লড়ুন’, বঙ্গ বিজেপি নেতাদের শাহী নির্দেশ
যদিও ইডি-র তলবের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে পাল্টা তোপ দেগেছিলেন অভিষেক। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ সরব হয়েছিল তৃণমূল। অভিষেকের পাশাপাশি তাঁর স্ত্রীকেও ওই একই মামলায় বেশ কয়েকবার তলব করে ইডি। যদিও প্রতিবারই হাজিরা দেননি রুজিরা বন্দ্যোপাধ্যায়। ইডির সমনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ও রুজিরা। যদিও আদালত তাঁদের সেই আবেদনে সাড়া দেয়নি।
এরপরই এবার কড়া পদক্ষেপ করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামী ২০ অগাস্টের মধ্যে অভিষেক-জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা।