Advertisment

বেনজির! ১৪১ সাংসদ বহিষ্কারে সরব সনিয়া, মোদীকে তুলোধোনা

গত তিন দিনে সংসদে রেকর্ড বিরোধী সাংসদ বহিষ্কার ঘিরে বিতর্ক জারি।

author-image
IE Bangla Web Desk
New Update
মহিলা সংরক্ষণ বিল: মোদীর ক্যাবিনেট ছাড়পত্র দিতেই সনিয়া বললেন 'এটা আমাদেরই' : Sonia Gandhi on clearance of Womens Reservation Bill , মহিলা সংরক্ষণ বিল: মোদীর ক্যাবিনেট ছাড়পত্র দিতেই সনিয়া বললেন 'এটা আমাদেরই'

কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধী।

গত তিন দিনে সংসদে রেকর্ড বিরোধী সাংসদ বহিষ্কার ঘিরে বিতর্ক জারি। এবার বিপূল সংখ্যক সাংসদকে বহিষ্কারের প্রশ্নে মুখ খুললেন সনিয়া। তিনি বলেন, মোদী সরকার 'গণতন্ত্রের শ্বাসরোধ' করার চেষ্টা করছে'। পাশাপাশি তিনি বলেন, 'সরকারের ঔদ্ধত্যকে বর্ণনা করার মতো কোনো শব্দ নেই আমার কাছে, গণতন্ত্রকে শ্বাসরোধ করা হচ্ছে'।

Advertisment

কংগ্রেস সংসদীয় প্রধান (সিপিপি) প্রধান সনিয়া বুধবার সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধী সাংসদের বহিষ্কার ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করেছেন।

চলতি শীতকালীন অধিবেশনে ১৪১ জন বিরোধী সাংসদকে বরখাস্ত করার নিন্দা জানিয়ে তিনি বলেন, "এই (নরেন্দ্র মোদী) সরকার গণতন্ত্রকে শ্বাসরোধ করার চেষ্টা করছে। এর আগে কখনও এত বিপূল সংখ্যায় বিরোধী সাংসদদের হাউস (লোকসভা ও রাজ্যসভা) থেকে বরখাস্ত করা হয়নি। তাও, শুধুমাত্র একটি যুক্তিসঙ্গত এবং বৈধ দাবি উত্থাপনের জন্য।"

১৩ ডিসেম্বর সংসদীয় নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে বিবৃতি চাওয়ার জন্য বিরোধী সাংসদদের দাবিকে সমর্থন করে, তিনি যোগ করেছেন, "বিরোধী সাংসদরা যা চেয়েছিল তা যথাযথ। নিরাপত্তা লঙ্ঘন ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বিবৃতি দেওয়া উচিত ছিল"।

sonia gandhi
Advertisment