দিল্লির জামা মসজিদ ধ্বংস করার ডাক দিলেন এক আইন প্রণেতা। তিনি বিজেপি-র সাক্ষী মহারাজ। শুক্রবার এক বিবৃতিতে এই আহ্বান দিয়েছেন তিনি। ওই বিবৃতিতে একই সঙ্গে ২০১৯-এর লোকসভা ভোটের আগে অযোধ্যায় রাম মন্দির গড়ার জন্য সরকার আইন আনবে এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন বিজেপি সাংসদ সচ্চিদানন্দ হরি সাক্ষী।
ওই বিবৃতিতে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন সাক্ষী মহারাজ। তিনি বলেছেন, মসজিদের সিঁড়ির নিচ থেকে যদি বিগ্রহ না মেলে তবে তাঁকে ফাঁসি দেওয়া হোক। সাক্ষী মহারাজের বক্তব্য, রাজনীতিতে আসার পর এটিই ছিল তাঁর প্রথম বিবৃতি এবং তিনি এ ব্যাপারে তাঁর সিদ্ধান্তে স্থির থাকছেন।
তিনি বলেছেন, ‘‘আমি প্রথম রাজনীতিতে আসার পর মথুরায় বলেছিলাম, অযোধ্যা, মথুরা, কাশীর দরকার নেই... দিল্লির জামা মসজিদ ভাঙো, সিঁড়িতে যদি বিগ্রহ না মেলে তাহলে আমাকে ফাঁসিকাঠে ঝুলিয়ে দিও... সে বক্তব্যে আমি অবিচল রয়েছি।’’
সাক্ষী মহারাজের দাবি, ‘‘মুঘল আমলে হিন্দুদের ভাবাবেগ নিয়ে খেলা করা হয়েছে, মন্দির ভেঙে ৩০০০-এর বেশি মসজিদ গড়া হয়েছে।’’
বিজেপি-র এই সাংসদের দাবি, তাঁর দল অযোধ্যায় মন্দির নির্মাণ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে। এ ব্যাপারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, বিএসপি-র শীর্ষ নেত্রী মায়াবতী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলেছেন সাক্ষী মহারাজ।