Advertisment

2nd Demonetisation Anniversary LIVE Updates: লোকসভা ভোটের আগে নোট বাতিল নিয়ে ফের সরব বিরোধীরা

2nd Demonetisation Anniversary in India: লোকসভা ভোটের আগে আবারও নোট বাতিল নিয়ে আজ মোদি বাহিনীর বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস। সরব মমতাও।

author-image
IE Bangla Web Desk
New Update
Demonetisation, নোট বাতিল

PM Modi, 2nd Demonetisation Anniversary in India: আজ নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তি।

2nd Demonetisation Anniversary LIVE Updates: গতকাল দীপাবলি উদযাপন করেছে গোটা দেশ। আর তার পরের দিনই মোদি সরকারের সেই যুগান্তকারী সিদ্ধান্ত নোট বাতিলের সেলিব্রেশন। আজ নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তি। বিজেপির কাছে আজ সেলিব্রেশনের দিন হলেও, বিরোধীদের কাছে আজ বিক্ষোভ প্রদর্শনের দিন। লোকসভা ভোটের আগে আবারও নোট বাতিল নিয়ে আজ মোদি বাহিনীর বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস। আজ দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের। নোট বাতিলের জেরে দেশের অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। আর এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমা চান বলেও দাবি জানিয়েছেন রাহুল গান্ধীরা।

Advertisment

শুধু কংগ্রেসই নয়, নোট বাতিল নিয়ে আবারও সরব আঞ্চলিক বিরোধী শক্তিও। নোট বাতিলের প্রথম থেকেই সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আবারও নোট বাতিলের বর্ষপূর্তিকে কালো দিন হিসেবে বর্ণনা করে মোদি সরকারকে নিশানা করেছেন মমতা।

কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি বলেছেন যে, তিনটি কারণে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। একটা ছিল কালো টাকার বিরুদ্ধে অভিযান চালানো, নকল নোট রোখা, জঙ্গিদের তহবিলে আর্থিক সাহায্য ঠেকানো। মণীশের দাবি, ২ বছর পরেও কোনও কিছুই হয়নি। আজ রাস্তায় নেমে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করবে বলে তিনি জানান।

Demonetisation anniversary LIVE UPDATES in English

5.10 PM: মোদির সুট-বুট বন্ধুদের কালো টাকা সাদা করাই ছিল নোট বাতিল, টুইটে তোপ রাহুল গান্ধীর।

5.06 PM: নোট বাতিলের বর্ষপূর্তিতে টুইট করলেন সিদ্দারামাইয়া।

4.20 PM: নোট বাতিল আসলে অর্থ নয়ছয়ের কারবার, কটাক্ষ প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের।

4.05 PM: নোট বাতিলের ২ বছর পরেও কোনও ইতিবাচক ফল মেলেনি এখনও, টুইট অশোক গেহলতের।

3.45 PM: দুর্নীতি রুখতে ও স্বচ্ছতা বজায় রাখতে নোট বাতিলের মতো সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু। 

3.30 PM: নোট বাতিলের বিরোধিতায় আসামে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের।

3.15 PM: দু’বছর আগে মোদি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, মন্তব্য কংগ্রেস নেতা আনন্দ শর্মার। 

2.30 PM: নোট বাতিলের জেরে দেশে কী সর্বনাশ হয়েছে তা নিয়েই টুইট করলেন এন চন্দ্রবাবু নাইডু। 

1.47 PM: নোট বাতিল নিয়ে কংগ্রেসের টুইট। 

1.20 PM: কালো টাকা ও দুর্নীতি ঠেকাতে নোট বাতিলের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলেই ফের দাবি বিজেপির। 

12.48 PM: নোট বাতিল দেশের সবথেকে বড় দুর্নীতি বলে কটাক্ষ সিপিএমের।

12.35 PM: নোট বাতিলের ২ বছর পরও মোদি নীরব। সত্যটা হল উনি একা হাতে অর্থনীতিকে ধ্বংস করেছেন: সীতারাম ইয়েচুরি।

12.22 PM: নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে আবারও সরব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন নোট বাতিল নিয়ে টুইট করেন কেজরি। 

12.08 PM: দেশের প্রত্যেক নাগরিকের উপর প্রভাব ফেলেছে নোট বাতিল, বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

11.56 AM: নোট বাতিল দুর্নীতির তদন্তের দাবি জানালেন রণদীপ সিং সুরযেওয়ালা।

11.21 AM: নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে নোট বাতিলের সুফল নিয়ে বিশেষ নোট লিখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

10.54 AM: নোট বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত ব্যর্থ বলে টুইট করেছেন কংগ্রেসের মুখপাত্র মণীশ তিওয়ারি। ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন মণীশ। নোট বাতিলে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের শহীদ অ্যাখ্যা দিয়ে এদিন ২ মিনিটের নীরবতা পালনের ডাক দিয়েছেন তিনি।

10.40 AM: নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে আবারও মোদি সরকারকে নিশানা করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের দিনকে কালো দিন বলে বর্ণনা করেছেন মমতা। তিনি লিখেছেন যে, সরকার দেশকে ঠকিয়েছে। নোট বাতিলের জেরে দেশের অর্থনীতির ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেছেন মমতা।

10.30 AM: নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে আজ দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের। নোট বাতিল নিয়ে দেখুন এই ভিডিও।

src="https://www.youtube.com/embed/-7aSMOhwHPg" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

২০১৬ সালের আজকের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোট বাতিলের কথা ঘোষণা করেন। সেসময় ৫০০ ও হাজার টাকার নোট বাতিল করার কথা ঘোষণা করেন মোদি। যা নিয়ে হইহই পড়ে যায় গোটা দেশ।

bjp Demonetisation CONGRESS national news
Advertisment