বিরোধী দলগুলো ১৭-১৮ জুলাইয়ের মধ্যে বেঙ্গালুরুতে তাদের দ্বিতীয় সভা করতে চলেছে। ক্ষমতাসীন বিজেপি আবার ১৮ জুলাই দিল্লিতে হতে চলা জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) বৈঠকে পুরোনো এবং নতুন শরিকদের আমন্ত্রণ জানিয়েছে। সূত্রের খবর, ১৯টি দল এখনও পর্যন্ত এনডিএর বৈঠকে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এনডিএর মিত্রদের কাছে চিঠি পাঠিয়েছেন। অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি গোষ্ঠী এবং জিতনরাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা-র মত নতুন দলগুলোকেও ১৮ জুলাইয়ের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংসদের বাদল অধিবেশন শুরুর মাত্র দুই দিন আগে এনডিএর এই বৈঠক হচ্ছে। তবে অধিবেশন চলাকালীন কক্ষে সমন্বয়ের জন্য নয় বরং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে এনডিএ শরিকদের সঙ্গে আরও ভাল সমন্বয়ের উদ্দেশ্যে এই বৈঠক ডাকা হয়েছে বলেই বিজেপি সূত্রে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এনডিএর এই সভায় উপস্থিত থাকবেন। যাকে ক্ষমতাসীন জোটের শক্তি প্রদর্শনের লক্ষ্যে বিজেপির প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মোদী সরকারের দ্বিতীয় মেয়াদে এই প্রথম এনডিএর এই ধরনের বৈঠক হচ্ছে। ২০২৪ সালের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য বিরোধী দলগুলো তাদের অবস্থান দৃঢ় করার সঙ্গে সঙ্গেই গেরুয়া শিবিরও তার পুরোনো মিত্রদের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নিচে উদ্যোগী হয়েছে। যার ফলে এনডিএ নতুন করে জীবন পেয়েছে।
আরও পড়ুন- জেল থেকে বাঁচতে এবার সুপ্রিম কোর্টে রাহুল গান্ধী, গুজরাট হাইকোর্ট বহাল রেখেছে সাজা
একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন শিবসেনা ছাড়াও, বৈঠকে অংশগ্রহণকারী এনডিএ মিত্রদের মধ্যে রয়েছে বিহারের বেশ কয়েকটি ছোট দল এবং উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি দল। যার মধ্যে রয়েছে চিরাগ পাসোয়ানের নেতৃত্বাধীন এলজেপি (রামবিলাস), উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোকসমতা পার্টি, সঞ্জয় নিষাদের নিষাদ পার্টি (বিহার থেকে), অনুপ্রিয়া প্যাটেলের নেতৃত্বাধীন আপনা দল (সোনেলাল), হরিয়ানার জেজেপি, পবন কল্যাণের নেতৃত্বাধীন জনসেনা। এআইএডিএমকে, তামিল মানিলা কংগ্রেস এবং ইন্ডিয়া মক্কাল কালভি মুনেত্রা কাজগাম, ঝাড়খণ্ডের অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, মেঘালয় থেকে কনরাড সাংমার এনসিপি, নাগাল্যান্ড থেকে এনডিপিপি, সিকিম থেকে এসকেএফ, জোরামথাঙ্গার মিজো ন্যাশনাল এফসিপি, মিজো জাতীয় পার্টি এবং অসম থেকে অসম গণ পরিষদ।