Advertisment

আখলাক বা অ্যাওয়ার্ড ওয়াপসির মত ঘটনা সামনে এলেও জিতবে বিজেপি, দাবি অমিত শাহের

বিজেপি সভাপতি বলেছেন, ‘‘আখলাক যখন ঘটেছিল তখনও আমরা জিতেছিলাম, অ্যাওয়ার্ড ওয়াপসির সময়েও আমরা জিতেছিলাম, এবার যদি ওরা নতুন করে কিছু করে, তাহলেও আমরা আবার জিতব।"

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah

সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা হবে, জানালেন অমিত শাহ (ফাইল ফোটো)

আখলাক কিংবা অ্যাওয়ার্ড ওয়াপসি, এরকম ইস্যু যতই উঠে আসুক গেরুয়া বাহিনী ভোটে জিতবেই। এ হুংকার বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের।

Advertisment

জয়পুর সফরে গিয়ে দলের কর্মীদের নিয়ে এক বৈঠকে অমিত শাহ এ কথা বলেঠেন। তিনি বলেন, ‘‘যখনই ভোট হয়, তখনই আখলাক ইস্যু সামনে আসে। সামনে নিয়ে আসা হয় অ্যাওয়ার্ড ওয়াপসি মত ঘটনা। এবার ভোট আসছে, সামনে আবার এরকম কোনও নতুন বিষয় নিয়ে আসা হবে।

আরও পড়ুন, সব রাজ্যে এন আর সি প্রয়োজন, বললেন আসামের মুখ্যমন্ত্রী

বিজেপি সভাপতি বলেছেন, ‘‘আখলাক যখন ঘটেছিল তখনও আমরা জিতেছিলাম, অ্যাওয়ার্ড ওয়াপসির সময়েও আমরা জিতেছিলাম, এবার যদি ওরা নতুন করে কিছু করে, তাহলেও আমরা আবার জিতব। বিজেপির কর্মীরা জয়ের ব্যাপারে নিশ্চিত।’’

বাড়িতে গোমাংস রেখেছেন, এই সন্দেহে, উত্তরপ্রদেশের দাদরিতে ৫০ বছর বয়সী আখলাককে পিটিয়ে মারা হয়। সেটা ২০১৫ সাল। দেশে উদ্ভুত অসহিষ্ণুতার বাতাবরণ নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বেশ কিছু সাহিত্যিক তাঁদের সরকারি পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন।

এদিনের ভাষণের সময়ে এন আর সি ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ করেন বিজেপি সভাপতি।

অমিত শাহ বলেন, ‘‘ওরা মানবাধিকারের কথা বলে... ভারতের গরিব মানুষের কি মানবাধিকার নেই? দেশের নিরাপত্তা কি কোনও চিন্তার বিষয়ই নয়? শয়ে শয়ে সন্ত্রাসবাদী ভারতে ঢুকে পড়ছে আর বোমা বিস্ফোরণের ষড়যন্ত্র করছে। আপনাদের শাসনকালেই এসব ঘটেছে।’’

অমিতের অভিযোগ, কংগ্রেস কেবল নিজেদের ভোটব্যাঙ্কের স্বার্থই দেখে।

অমিত শাহ এদিন চ্যালেঞ্জ ছুড়েছেন কংগ্রেসের দিকে। তিনি বলেন, ‘‘তোমরা যতই এর প্রতিবাদ করো না কেন, বিজেপি শপথ নিয়েছে  দেশে একজনও বাংলাদেশি অনুপ্রবেশকারীকে থাকতে দেওয়া হবে না... আমরা এদের চিহ্নিত করব এবং সে দেশে ফেরত পাঠাব।’’

nrc bjp
Advertisment