Advertisment

'চাপ সত্ত্বেও সিদ্ধান্তে অনড় থাকব', সিএএ প্রসঙ্গে মোদী

সিএএ নিয়ে এ দিন 'চাপ' শব্দটি ব্যবহার করেন প্রধানমন্ত্রী। তবে কি দেশ জুড়ে সিএএ প্রতিবাদ, রাষ্ট্রদূতেদের আর্জি, আন্তর্জাতিক রাজনীতির সামনে কিছুটা অস্বস্তিতে নমো?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রধানমন্ত্রী মোদী।

'চাপ রয়েছে। তা সত্ত্বেও সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে সরকার নিজের অবস্থানেই অনড় থাকবে।' নিজের কেন্দ্র বারাণসীতে ফের একবার জানালেন প্রধানমন্ত্রী মোদী। বললেন, 'দেষের স্বার্থে ৩৭০ ধারা বিলোপ হয়েছে। একই কারণে নাগরিকত্ব আইন তৈরি করেছি। তাই চাপ সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকবো।'

Advertisment

সিএএ নিয়ে এত দিন কোথাও 'চাপ' শব্দটি ব্যবহার করেননি প্রধানমন্ত্রী। এদিন করলেন। তবে কি দেশ জুড়ে সিএএ প্রতিবাদ, রাষ্ট্রদূতেদের আর্জি, আন্তর্জাতিক রাজনীতির সামনে কিছুটা অস্বস্তিতে নমো? সেই প্রশ্ন উঠছেই।

চলতি মাসেই সংসদে সিএএ প্রতিবাদীকে 'নৈরাজ্যের পথ' বলে কটাক্ষ করেছিলেন মোদী। নয়া আইনের প্রতিবাদীদের 'দেশের সমস্যা' বলেও তোপ দাগেন। সিএএ-এর পক্ষে বলতে গিয়ে এদিন ফের একবার সেইসব কথাই তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। যার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকেই এক হাত নেন মোদী। বলেন, 'ভোট ব্যাঙ্কের রাজনীতি' করছে বিরোধী দলগুলো। তবে বিরোদী দল পরিচালিত বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যেই বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাস করেছে।

আরও পড়ুন: অনুমতি নেই, শাহের বাড়ি অভিমুখে শাহিনবাগের মিছিল আটকাল পুলিশ

রাণসীতে থেকে এদিন ৩০টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন ভাবাদর্শী দীনদয়াল উপাধ্যায়ের ৬৩ ফুট উঁচু মূর্তির। প্রায় এক বছর ধরে ২০০ জন শিল্পী এই মূর্তি নির্মাণ করেন। এই মূর্তি উন্মোচনের সঙ্গে প্রধানমন্ত্রী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মেমোরিয়াল সেন্টারের আবরণ উন্মোচন করেন মোদি। সূচনা করলেন কাশী মহাকাল এক্সপ্রেসের যাত্রারও। এই ট্রেনটি বারাণসী, উজ্জ্বয়িনী ও ওংকারেশ্বরের মতো ৩টি তীর্থস্থানকে যুক্ত করবে। বারাণসী কেন্দ্র ঘুরে দেখার সময় উদ্বোধন করবেন ৪৩০টি শয্যাসম্পন্ন একটি সুপার স্পেশালিটি হাসপাতালের। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মানসিক হাসপাতালেরও উদ্বোধন করবেন তিনি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi caa
Advertisment