Advertisment

'একটা দল দেখান, যার সঙ্গে বিজেপির আঁতাত নেই', সাফ কথা প্রাক্তন প্রধানমন্ত্রীর

কংগ্রেসের বিজেপি বিরোধিতা নিয়েও তুলে দিলেন প্রশ্ন।

author-image
IE Bangla Web Desk
New Update
Deve Gowda

লোকসভা নির্বাচন ক্রমশ এগিয়ে আসছে। এই পরিস্থিতিতে বিরোধীরা ক্রমশ জোট বাঁধতে চাইছে। লক্ষ্য ২৪-এ হাতে হাত রেখে বিজেপিকে দুরমুশ করা। কিন্তু, এই বিরোধী দলগুলো কি সত্যিই বিজেপির বিরোধী? প্রশ্নটা যে কেউ না। তুলে দিলেন খোদ প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া। তিনি বলেন, 'একটা দল দেখান যার সঙ্গে বিজেপির যোগাযোগ নেই!' পাশাপাশি দেবেগৌড়া স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি বা তাঁর দল এখন লোকসভা নির্বাচন নিয়ে কিছু ভাবছে না। বরং তাঁরা, বেঙ্গালুরু কর্পোরেশনের নির্বাচনকেই পাখির চোখ করেছেন।

Advertisment

কর্ণাটকে জেডি (এস)-এর হাত ছেড়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসীন হয়েছে কংগ্রেস। বিরোধী শিবিরে বিজেপির পাশাপাশি আছে ১৯ আসন পাওয়া জেডি (এস)-ও। এই পরিস্থিতিতে আগামী বছরের লোকসভা নির্বাচনে হাওয়ায় ভাসছে বিজেপি-জেডি (এস) জোট সম্ভাবনা। জেডি (এস) প্রধান দেবেগৌড়া নিজে সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না। উলটে, জোটের জোট কাটানোর ভঙ্গিমায় নতুন জল্পনার জন্ম দিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, 'কে সাম্প্রদায়িক, কে সাম্প্রদায়িক নয়, আমি জানি না। সাম্প্রদায়িকের সংজ্ঞাকে বড় করা যেতে পারে। তার ব্যাপক সুযোগ আছে।'

প্রাক্তন জোটসঙ্গী কংগ্রেসের তীব্র সমালোচনা করে দেবেগৌড়া বলেন, 'কংগ্রেস যুক্তি দেওয়ার চেষ্টা করতে পারে যে তারা কখনও বিজেপির সঙ্গে জোট করেনি। তবে তারা কি (ডিএমকে পিতৃপুরুষ) এম করুণানিধির দ্বারস্থ হতেন না, যিনি (বিজেপিকে) ছয় বছর সমর্থন করেছিলেন। এরকম অনেক ঘটনা ঘটেছে… প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আমি তর্ক চালিয়ে যেতে পারি। কিন্তু, এনিয়ে আলোচনা করতে চাই না। এদেশে যে রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে তা নিয়ে আমার বিতর্ক করার দরকার নেই। আমি জানি এই দেশ কী! আমি ১৯৯১ সাল থেকে মুখ্যমন্ত্রী, সাংসদ, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি অনেক কিছু দেখেছি।'

আরও পড়ুন- বালেশ্বর ট্রেন দুর্ঘটনা: কেন্দ্রকে ধুয়ে দিলেন খাড়গে, পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে মোদীকে কী লিখলেন?

এখন তিনি ৯১। সর্বভারতীয় রাজনীতির বর্তমান বৃদ্ধ পিতামহ বললে বাড়াবাড়ি হবে না। এই বয়সে কি তিনি লোকসভা নির্বাচনে লড়বেন? দেবেগৌড়ার কথায়, 'বয়সের জন্য প্রশ্নই নেই। কারা কীভাবে কোন আসনে লোকসভা নির্বাচনে প্রার্থী হবে, সেটা দল ঠিক করবে।'

Devgowda JDS bjp
Advertisment