Advertisment

Puri Jagannath Temple: রাম মন্দির উদ্বোধনের আগেই ভোলবদল পুরীর জগন্নাথ মন্দিরের, সরকারের 'মেগা প্ল্যানিং'!

ঝাঁ চকচকে জগন্নাথ মন্দির, 'শ্রী মন্দির পরিক্রমা প্রকল্পে' প্রতিদিন ১০ হাজার ভক্তকে মন্দির দর্শনের ওড়িশা সরকারের 'মেগা প্ল্যানিং'

author-image
IE Bangla Web Desk
New Update
jagannath temple

পরিক্রমা প্রকল্প, মন্দিরের বাইরের দেয়ালের (মেঘনাদা পাচেরি) চারপাশে নির্মিত একটি 75-মিটার বিনামূল্যের প্যাসেজ, মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভক্তদের মৌলিক নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে। (পিটিআই ছবি)

Puri Jagannath Temple Makeover: ওড়িশা সরকারের 'শ্রী মন্দির পরিক্রমা প্রকল্প' আগামী ১৭ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে । এই প্রকল্পের মাধ্যমে মন্দিরের চারপাশে ৭৫ মিটার চওড়া কমপ্লেক্স তৈরি করে দেশ-বিদেশ থেকে মন্দির দর্শনে আগত ভক্তদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি করা হয়েছে।

Advertisment

প্রতি বছর প্রচুর সংখ্যক মানুষ শ্রী জগন্নাথ মন্দির দর্শনের জন্য আসেন। মন্দির কমপ্লেক্সের নিরাপত্তার সমস্যার কারণে ওড়িশা সরকার 'শ্রী মন্দির পরিক্রমা প্রকল্প' বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। যাতে ভক্তরা আরও ভালো সুযোগ-সুবিধা পেতে পারেন এবং ভক্তরা বিনা দ্বিধায় মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করতে সক্ষম হ্ন। পুরীর জেলা শাসক সমর্থ ভার্মা বলেছেন যে এটি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের একটি হাইভোল্টেজ প্রজেক্ট।

প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে বড় চ্যালেঞ্জ ছিল সরকারের কাছে। ২০২১ সালে প্রকল্পের কাজ শুরু হয়েছিল। তিন বছরের মধ্যে প্রকল্পটি শেষ করার পরে, মন্দিরের চারপাশে ৭৫ মিটার দীর্ঘ প্রদক্ষিণ পথ তৈরি করা হয়েছে।

আরও পড়ুন Karnataka Sculptor Arun Yogiraj: অরুণ যোগীরাজের তৈরি মূর্তিই স্থান পাচ্ছে রাম মন্দিরে, বিরাট ঘোষণা ট্রাস্টের

২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন নিয়ে মাতোয়ারা দেশ। আর তার এক সপ্তাহ আগেই নবরূপে ভক্তদের হাতছানি দিচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। পুরীর মন্দিরে এই 'মন্দির পরিক্রমা' প্রকল্পটি তৈরি হয়েছে ৯৪৩ কোটি টাকা খরচ করে। ১০ মিটার চওড়া পথ তৈরি হয়েছে ভক্তদের জন্য। আর সবুজ ঘাসে ঘেরা ৭ মিটার চওড়া 'বাফার জোন' তৈরি হয়েছে সেই পথের দু'পাশে। এই প্রকল্পের জন্য ৬০০ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়েছেন। ১৫.৬৪ একর জমি অধিগ্রহণ করা হয় প্রকল্পের জন্য।

এই নবনির্মিত পথ অনুসরণ করেই পুরীর জগন্নাথ মন্দির পরিক্রমা করতে পারবেন ভক্তরা। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জগন্নাথ মন্দির পরিক্রমা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ১৭ জানুয়ারি রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছেন। এদিন রাজ্যের সমস্ত সরকারি অফিস এবং স্কুল-কলেজ বন্ধ থাকবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুরীর মহাপ্রভু শ্রী জগন্নাথ মন্দিরের পরিক্রমা প্রকল্পে ভক্তদের অংশগ্রহণের উদ্দেশ্যে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

পুরী জগরনাথ মন্দির প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান ১৭ই জানুয়ারি। এ জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিধায়কদের আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা পুরীতে সেদিন আসতে পারবেন না তাদের সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে 'যেখানেই থাকুন না কেন এলইডির মাধ্যমে কর্মসূচিতে অংশ নিন। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও একটি ভিডিও বার্তা জারি করে জনসাধারণকে এই উৎসব উদযাপন করতে বলেছেন।

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সরকার শ্রী জগন্নাথ মন্দির পরিক্রমা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিজেডি বিধায়কদের আমন্ত্রণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক একটি ভিডিও বার্তা জারি করেছেন যাতে সাধারণ জনসাধারণকে তাদের পরিবারের সঙ্গে তাদের নিজ নিজ জায়গায় আনন্দ, ভক্তি এবং উত্সর্গের সাথে পরিক্রমা প্রকল্পের সূচনা উদযাপন করার পরামর্শ দেওয়া হয়েছে।
ওড়িশা সরকার আগামী একমাসের জন্য প্রতিদিন প্রায় দশ হাজার ভক্তকে শ্রী মন্দির পরিক্রমা প্রকল্প পরিদর্শন করার পরিকল্পনা সামনে রেখেছে।

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানের পাঁচ দিন আগে বুধবার 'শ্রী মন্দির পরিক্রমা প্রকল্প' মন্দির উদ্বোধন হতে চলেছে। এর জন্য রাজ্য জুড়ে এলাহি আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রস্তুতি তদারকি করতে পুরীতে ক্যাম্প করছেন।

ওড়িশার ডিরেক্টর-জেনারেল অফ পুলিশ (ইনচার্জ) অরুণ কুমার সারঙ্গি বলেছেন যে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ৩০০০ এর বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। পট্টনায়েক সাধারণ মানুষকে ১৭ জানুয়ারি ভজন এবং কীর্তন পাঠ করে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।

Puri Jagannath Temple Ayodhya Ram Temple
Advertisment