'সংসদে মাইক বন্ধ' ব্রিটেনে রাহুল গান্ধীর এক বক্তব্য তোলপাড় ফেলেছে দেশ জুড়ে। এবার নাম না করে রাহুলকে নিশানা করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করে বলেন, 'এমন মন্তব্য দেশের অপমান'।সাম্প্রতিক ব্রিটেন সফরে করা মন্তব্য নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। যদিও রাজ্যসভার চেয়ারম্যানের যেখানে নিরপেক্ষ থাকার কথা, সেখানে কেন তিনি রাজনৈতিক আক্রমণে নামলেন এনিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী গত সোমবার লন্ডনের পার্লামেন্ট হাউসে বলেছিলেন যে ভারতীয় সংসদে বিরোধী নেতাদের মাইক্রোফোন বন্ধ রয়েছে। সেই সঙ্গে তিনি ভারতের গণতন্ত্রকে বিপন্ন বলেও দাবি করেন। রাহুলের এই বক্তব্য ঘিরে দেশে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। একাধিক বিজেপি নেতা বিদেশের মাটিতে 'দেশকে অপমান' করার জন্য রাহুলের বিরুদ্ধে তোপ দেগেছেন। ক্ষোভ প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও।
বৃহস্পতিবার, উপরাষ্ট্রপতি রাহুলের নাম না নিয়েই বলেন, বিদেশের মাটিতে দেশের সংসদে মাইক বন্ধ করে দেওয়ার 'মিথ্যা প্রচার'দেশের জন্য অপমান। রাজ্যসভার চেয়ারম্যান ধনখড় আরও বলেছেন, "এটি খুবই অদ্ভুত এবং দুঃখজনক যে বিশ্ব যখন আমাদের 'ঐতিহাসিক অর্জন' এবং 'প্রাণবন্ত গণতন্ত্র'কে স্বীকার করছে, তখন দেশেরই এক সংসদ 'গণতান্ত্রিক মূল্যবোধ'কে ধূলোয় মেশাচ্ছেন।
তিনি বলেন, 'এটা সত্যিই অদ্ভুত,দুঃখের বিষয় যে বিশ্ব আমাদে্র প্রাণবন্ত গণতন্ত্রের প্রশংসা করছে, সেখানে দেশের এক সাংসদ 'গণতান্ত্রিক মূল্যবোধ'কে ধ্বংস করছেন'। এ নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ উপরাষ্ট্রপতিকে নিশানা করে বলেন, 'উপরাষ্ট্রপতি সরকারের চিয়ারলিডার হতে পারেন না'।
জগদীপ ধনখড় আরও বলেন, 'G20-এর সভাপতিত্ব ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত। একই সময়ে, দেশের বাইরে কিছু মানুষ ভারতীয় সংসদ এবং এর গণতন্ত্রের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছেন। এটা খুবই গুরুতর এবং অগ্রহণযোগ্য'। উপরাষ্ট্রপতি বলেন, আমাদের রাজনৈতিক ইতিহাসে একটি কালো অধ্যায় রয়েছে, যখন 'জরুরি অবস্থা' জারি করা হয়েছিল। এখন ভারতের রাজনীতি অনেক পরিণত, জরুরি অবস্থার পুনরাবৃত্তি ঘটবে না"। একই সময়ে, ধনখড়ের এই মন্তব্যের পাল্টা সমালোচনা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ।