Advertisment

'গোয়েন্দা ব্যর্থতা'তেই পুলওয়ামায় জওয়ানদের প্রাণ গিয়েছিল, ফের অভিযোগ দিগ্বিজয়ের

কংগ্রেস পাকিস্তানকে 'ক্লিনচিট' দিচ্ছে, পালটা সরব বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
Digvijaya Singh

দিগ্বিজয় সিং

সার্জিক্যাল স্ট্রাইক এবং পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে তিনি প্রশ্ন উত্থাপন করেছিলেন। জবাবে রাহুল গান্ধী 'ভারত জোড়ো যাত্রা' চলাকালীনই তিরস্কার করেছিলেন। কিন্তু, তারপরও প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং থামতে নারাজ। মঙ্গলবার তিনি আবার পুলওয়ামা জঙ্গি হামলার প্রসঙ্গ তুললেন। চার বছর আগের ওই হামলায় সিআরপিএফ জওয়ানরা প্রাণ হারিয়েছেন, শহিদ হয়েছেন।

Advertisment

১৪ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছিল। মঙ্গলবার আরেকটা ১৪ ফেব্রুয়ারি। চার বছর আগের সেই প্রসঙ্গ তুলে মঙ্গলবার দিগ্বিজয় বললেন, এটা স্পষ্ট যে কাশ্মীরে পুলওয়ামা জঙ্গি হামলার পিছনে 'গোয়েন্দা ব্যর্থতা' ছিল একটা বড় কারণ। জবাব দিতে দেরি করেনি বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, কংগ্রেস পুলওয়ামা-কাণ্ডে পাকিস্তানকে 'ক্লিনচিট' দিতে চাইছে।

মঙ্গলবার এই বিতর্ক তুঙ্গে ওঠার আগে বিজেপি ও কংগ্রেস, দুই দলের শীর্ষ নেতারাই পুলওয়ামার শহিদ জওয়ানদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। ২০১৯ সালের ওই হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন, 'আমাদের সেই বীরদের স্মরণ করছি, যাঁদের আমরা এই দিনে পুলওয়ামায় হারিয়েছি। তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ আমরা কখনও ভুলব না। তাঁদের সাহস আমাদেরকে শক্তিশালী ও উন্নত ভারত গড়তে অনুপ্রাণিত করে।' বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন, 'আমরা আমাদের সতর্কতা বজায় রেখে এবং সীমান্তপারের সন্ত্রাসবাদের মোকাবিলা করে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।'

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিক্রিয়ায় জানিয়েছেন, 'আমি সেই সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাই, যাঁরা ২০১৯ সালের এই দিনে পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় জীবন দিয়েছিলেন। জাতি তাঁদের আত্মত্যাগ ভুলবে না। তাঁদের বীরত্ব এবং অদম্য সাহস সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে।'

আরও পড়ুন- একা কুম্ভই ভরসা, মোদীর কাঁধে ভর দিয়ে নির্বাচনী বৈতরণী পেরনোর পরিকল্পনা বিজেপির

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক টুইটে বলেছেন, '২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ উৎসর্গকারী সাহসী সৈন্যদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। এই দেশ বীরগতি পাওয়া এই সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে স্যালুট করে। গোটা জাতি তাঁদের পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।'

Read full story in English

bjp CONGRESS Pulwama Attack
Advertisment