Kasba Fake Vaccination: পুলিশি হেফাজতে জেরা যত এগোচ্ছে, তত কসবা ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে। এদিকে, পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। কসবা ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে দায় এড়াতে পারে না রাজ্য সরকার এবং পুরসভা। শনিবার এই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘পুরসভা যেমন জড়িত, রাজ্য সরকারও দায় এড়াতে পারে না। ভ্যাকসিন দুর্নীতি বড় আকারে চলছে। শুধু একজন ধরা পড়েছে। শিলিগুড়ি পুরসভায় সাড়ে ৩০০ টাকা নিয়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কেন সরকার টাকা নেবে?’
তাঁর অভিযোগ, ‘কেন্দ্রীয় সরকার আম নাগরিকের জন্য ফ্রি-তে ভ্যাকসিন পাঠাচ্ছে। সেখানে কিছু বেসরকারি হাসপাতালকে ন্যূনতম মূল্য চার্জ করতে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সরকার সেই ভ্যাকসিন বিক্রি করে জাল ভ্যাকসিন দিয়েছে। এই ঘটনায় তৃণমূলের নেতা-মন্ত্রী সব জড়িত। এই ঘটনায় সিবিআই তদন্তে আপত্তি রাজ্যের। তৃণমূলের একাধিক নেতা, সাংসদ-বিধায়কের সঙ্গে দেবাঞ্জনের ছবি। তারপরেও কীভাবে শাসক দল এই ঘটনায় অভিযুক্তের সঙ্গে নিজেদের সম্পর্ক অস্বীকার করে তৃণমূল।‘
তাঁর দাবি, ‘কলকাতায় যে প্রতারক ধরা পড়েছে, তাঁকে সরকার স্বীকৃতি দিয়ে রেখেছে। তাঁকে সবাই চিনত। সবার সঙ্গে ওর ফটো আছে। ধরা পড়েছে তাই এখন পিঠ বাঁচানোর চেষ্টা করছে। এরকম বহু ফ্রড আছে। প্রতিবার ধরা পড়ে গেলে এসআইটি বা তদন্ত কমিশন গড়ে ধামাচাপা দেওয়া হচ্ছে। কিন্তু এত মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তাঁর দায়িত্ব কে নেবে?’
দিলীপ ঘোষের এই আক্রমণের জবাব দিয়েছেন পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ। তিনি বলেছেন, ‘পুরসভা কখনই দায় এড়ায়নি। যারা ওই টিকাকেন্দ্র থেকে টিকা নিয়েছেন, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। শারীরিক অস্বস্তি অনুভূত হলে, কী করণীয়? তাও বলে দিচ্ছেন পুরসভার চিকিৎসকরা।‘ অপরদিকে, কসবার শিবির থেকে যারা ভুয়ো টিকা নিয়েছেন তাঁদের স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব নিল স্বাস্থ্য ভবন।
এদিন কসবা নিউ মার্কেটে জরুরি স্বাস্থ্য শিবির করা হয়েছে। ভুয়ো টিকা নিয়ে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে, একটা রিপোর্ট তৈরি করা হবে। কোভিড টিকার বদলে কী দেওয়া হয়েছিল, সেটা খতিয়ে দেখবে স্বাস্থ্য ভবনের তৈরি করে দেওয়া কমিটি। এই রিপোর্ট জমা হবে সরাসরি স্বাস্থ্য ভবনে। এদিন সেই স্বাস্থ্য শিবিরে উপস্থিত অনেকের মধ্যেই চাপা উদ্বেগ দেখা দিয়েছে। চোখ লাল হয়ে যাওয়া, বা মাথা ঝিমঝিম। এমন একাধিক লক্ষণ নিয়ে এদিন স্বাস্থ্য শিবিরে এসেছিলেন স্থানীয়রা। তাঁদের দাবি, এঁদের মধ্যে অধিকাংশই সেই শিবির থেকে টিকা নিয়েছেন।‘
এদিন আবার কসবা-কাণ্ডে স্বাস্থ্য মন্ত্রকের হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠিতে তাঁর অভিযোগ, ‘ভোটার স্লিপের মতো এখানে টিকার কুপন দেওয়া হচ্ছে। মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ গুজরাত টিকাকরণে এগিয়ে। সেখানে রাজ্য সরকারের অনীহায় এখানে হচ্ছে না টিকাকরণ।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন