আবারও বিতর্কে দিলীপ ঘোষ। করোনা ভাইরাস নিয়ে এবার মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন বিজেপি রাজ্য সভাপতি। ‘আমাদের কিছু হবে না, মায়ের আশীর্বাদ আছে’, করোনা আতঙ্কে এমন কথাই বলেছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে গরুর দুধে সোনা রয়েছে বলে দাবি করে তুমুল বিতর্ক বাধিয়েছিলেন বঙ্গ বিজেপি সভাপতি। করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ। এমন আবহে দিলীপের এহেন মন্তব্য নয়া মাত্রা এনে দিল।
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?
মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘সারা দুনিয়ায় দেখুন করোনা ভাইরাসের ভয়ে বাইরে কেউ বেরোচ্ছেন না। কোটি কোটি লোক ঘরের মধ্যে বন্দি। চাঁদ-সূর্যে পৌঁছে যাচ্ছে যারা, তারা বাড়ির বাইরে পা রাখছে না। আমাদের দেখুন, আমরা একসঙ্গে জল খাছি, সেই হাতেই প্রসাদ খাচ্ছি। আমাদের কিছু হবে না, মায়ের আশীর্বাদ রয়েছে। এর থেকে ডেঙ্গি-ম্যালেরিয়াতে বেশি মানুষ মারা যায়’’।
আরও পড়ুন: শোভন একদমই নিস্তেজ নয়, মনে হয় না রাজনৈতিক শোকবার্তা লেখার সময় এসেছে: বৈশাখী
প্রসঙ্গত, বেশ ক’দিন আগে গরুর দুধ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘দেশি গরুর পিঠে কুঁজ রয়েছে। বিদেশি গরুদের পিঠে তা থাকে না। তাদের পিঠ মোষদের মত মসৃণ হয়। ওই কুঁজে ‘স্বর্ণ নাড়ি’ রয়েছে। যখন সূর্যের রশ্মি ওই কুঁজে এসে পড়ে, তখন সোনা তৈরি হয়। এ কারণেই দেশি গরুর দুধ হলদে রঙের হয়, হাল্কা সোনালী হয়। কারণ এতে সোনা রয়েছে। কেউ যদি শুধু দেশি গরুর দুধ খান, তাহলে আর কিছু খাওয়ার দরকার হবে না’’। দিলীপের এই মন্তব্যে তুমুল সমালোচনা চলে বিভিন্ন মহলে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন