Advertisment

'এখানে ডাকলে ঘেরাও করবে, ঢিল মারবে', ED তলবে অভিষেককে বিঁধলেন দিলীপ

কয়লাকাণ্ডে এবার ইডির সমনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
elections to stop during corona dilip ghosh slams abhishek banerjee

দিলীপের নিশানায় অভিষেক।

ইডির নোটিশে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রসঙ্গেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির। এদিন ভবানীপুরে চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ''যেখানে নিরাপদ সেখানে ডাকবে। এখানে ডাকলে তো ঘেরাও করবে, ঢিল মারবে। আমাদের নেতাদেরও গুজরাত থেকে মুম্বইতে ডেকেছিল। ওঁরা সব সোনার মতো চকচকে হয়ে বেরিয়ে এসেছেন।''

Advertisment

কয়লাকাণ্ডে এবার ইডির সমনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এর আগে ৬ সেপ্টেম্বর দিল্লিতে ইডি-র দফতরে গিয়েছিলেন অভিষেক। একটানা প্রায় ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছিলেন অভিষেক।

অভিষেককে ইডির জিজ্ঞাসাবাদ ইস্যুতে বিজেপিকে তুলোধনা করেছিলেন তৃণমূল সুপ্রিমোও। অভিষেককে ইডির জিজ্ঞাসাবাদের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ তৃণমূলের। ফের আগামী ২১ সেপ্টেম্বর অভিষেককে দিল্লিতে তলব করেছে ইডি। একটানা ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেও ফের কেন তাঁকে দিল্লি তলব? ইডির নোটিশে স্থগিতাদেশের আর্জি জানিয়েছেন অভিষেক।

আরও পড়ুন- বঙ্গোপসাগরে নয়া ঘূর্ণাবর্ত, একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

একইভাবে তাঁর স্ত্রীও দুই সন্তানকে রেখে করোনা পরিস্থিতির মধ্যে দিল্লিতে হাজিরা দিতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন। তা সত্ত্বেও তাঁকেও ফের নোটিশ পাঠিয়েছে ইডি। কেন্দ্রীয় সংস্থার এই সমনে স্থগিতাদেশের আর্জি অভিষেক-রুজিরার। তবে তদন্তের স্বার্থে কলকাতায় ইডি চাইলেই তাঁরা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন অভিষেক। কলকাতার মামলায় কেন দিল্লিতে গিয়ে হাজিরা দিতে হবে, আদালতে সেই প্রশ্নও তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়দের আইনজীবী।

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন

tmc bjp dilip ghosh Enforcement Directorate
Advertisment