দেবশ্রী রায়কে ঘিরে নাটক যেন থামছেই না। অভিনেত্রীর এনজিও-তত্ত্ব ফুৎকারে উড়িয়ে দিয়ে এবার এ ইস্যুতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-য় মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে একান্ত সাক্ষাৎকারে দেবশ্রী বলেছিলেন, দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে শুধুমাত্র এনজিও সংক্রান্ত বিষয়েই। এমনকী তাঁর বিজেপিতে যোগদানের সম্ভবনার কথাও নাকচ করে রায়দিঘির তৃণমূল বিধায়ক জানিয়েছিলেন, বিজেপিতে যোগদানের বিষয়ে দিলীপ ঘোষকে তিনি কোনও শর্তও দেননি। টলিউডের একদা পয়লা নম্বর নায়িকার এহেন বক্তব্য কার্যত আকাশ থেকে পড়েছেন দিলীপ ঘোষ। দেবশ্রীর এহেন দাবি নস্যাৎ করে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে সোমবার দিলীপ ঘোষ বলেন, ‘‘আমি কি এনজিও চালাই? আমি তো এনজিও চালাই না, দল চালাই। উনি কী করতে এসেছিলেন তাহলে? আমি তো ওঁর আত্মীয়ও নই’’।
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?
দেবশ্রী রায়ের মন্তব্য প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে এদিন বলেন, ‘‘কী কথা হয়েছে, সেটা উনি (দেবশ্রী) আর আমিই জানি। আর তো কারও জানার কথা নয়। উনি যে তৃণমূলে আছেন, তাতে কোনও সন্দেহ নেই। উনি আমার বাড়িতে এসেছিলেন, অনেক কথা হয়েছে। উনি এখন কী বলছেন, এটা ওঁর ব্যাপার’’। এরপরই দেবশ্রীর এনজিও যুক্তি খারিজ করে দিয়ে দিলীপ বলেন, ‘‘কী করতে এসেছিলেন উনি? আমি তো ওঁর আত্মীয় নই। আমি তো এনজিও চালাই না, দল চালাই। আমি কাউকে ডাকিওনি। দেখা করাটা সৌজন্য বলে করেছিলাম। উনি নিজে থেকেই এসেছেন’’।
EXCLUSIVE: ‘শোভন-বৈশাখী যাবে জানলে আমি পরের দিন যেতাম’
উল্লেখ্য, কয়েকদিন আগে সল্টলেকে দিলীপ ঘোষের বাড়িতেই দেবশ্রীর সঙ্গে তাঁর বৈঠক হয় বলে নিজেই জানিয়েছিলেন মেদিনীপুরের সাংসদ। সংবাদমাধ্যমে তিনি এও দাবি করেন যে, ‘‘দেবশ্রী হতাশায় ভুগছেন। উনি বিজেপিতে যোগ দিতে চান। কিন্তু এখনও যোগদানের পরিবেশ গড়ে ওঠেনি। উনি বেশ কিছু শর্ত দিয়েছেন। সব শর্ত তো মেনে নেওয়া যায় না’’।এরপর দিলীপকে এও বলেন, ‘‘দেবশ্রী কী চাইছেন, আমরা কী চাইছি, তা মিলে গেলে, ওকে দলে নিয়ে নেব’’। কিন্তু, প্রকাশ্য সাংবাদিক বৈঠকে দিলীপ এই মন্তব্য করলেও ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে দেওয়া সাক্ষাৎকারে দেবশ্রী রায় বিষয়টি অস্বীকার করে বলেন, ‘‘কোনও শর্তই দিইনি। এনজিওর ব্যাপারেই কথা হয়েছে দিলীপ ঘোষের সঙ্গে’’।
EXCLUSIVE শোভন: মমতাকে তৈরি করতে সব নষ্ট করে জীবন দিয়েছিলাম, আর উনিই রাজনীতি করলেন
অন্যদিকে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের অনুরোধেই দেবশ্রীর সঙ্গে তিনি দেখা করেছিলেন বলে দাবি করেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির এই দাবিও অস্বীকার করেছেন দেবশ্রী। এ প্রসঙ্গে দিলীপ এদিন বলেন, ‘‘মহুয়া-দেবশ্রী একই সুতোয় বাঁধা। এর পিছনে বড় কারণ রয়েছে’’।
আরও পড়ুন: ‘বৈশাখীর অভিমানের কারণ কি শোভনের পুরনো বান্ধবী?’
এদিকে, দেবশ্রী রায়ের এনজিও তত্ত্ব খারিজ নিয়ে দিলীপের মন্তব্যের প্রেক্ষিতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে সদ্য বিজেপিতে যোগ দেওয়া অধ্যাপিকা তথা শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দিলীপ ঘোষ তো ঠিকই বলেছেন। এই গল্পটার (দেবশ্রী যা বলেছেন) কোনও ভিত্তি নেই। যে কারও কাছেই স্পষ্ট যে উনি (দেবশ্রী) যা বলছেন, তা দুর্বল মস্তিষ্কের প্রতিফলন। এনজিও-র ব্যাপারে দিলীপ ঘোষ বা বিজেপি দফতরে কেন যাবেন? উনি একজন জনপ্রতিনিধি, সেখানে উনি এমন কথা বলেন যা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। আসলে উনি যে উদ্দেশ্যে গিয়েছিলেন, তা অসফল হওয়াতেই এসব গল্প বানাচ্ছেন। মানুষ সব বুঝতে পারছেন, মানুষকে বোকা ভাবা ভুল’’।