/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/dilip-ghosh-1.jpg)
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
‘শিক্ষাঙ্গনে মারামারি কমিউনিস্টরাই আমদানি করেছে...এখন হিসেব বরাবর হচ্ছে’, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে সোমবার বিজেপি সাংসদ বলেন, ‘‘এদেশে কমিউনিস্টদের মারা শুরু হয়েছে। মনে হয়, এটা তাদের পাওনা আছে, কারণ যা ব্যবহার করেছে। এটা অস্বাভাবিক কিছু নয়। হিসেব বরাবর হচ্ছে’’। জেএনইউ-তে ছাত্র ও অধ্যাপকদের উপর হামলার ঘটনায় যখন তোলপাড় গোটা দেশ, সেই আবহে দিলীপের এই মন্তব্যে শোরগোল পড়েছে রাজনীতির দরবারে।
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?
জেএনইউ-তে হামলার ঘটনায় এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘কে কাকে মেরেছে আমরা কেউই বলতে পারব না। এটা ছাত্রদের ব্যাপার, বিশ্ববিদ্যালয়ের ব্যাপার, প্রশাসনের ব্যাপার। ওখানে কাদের আখড়া? মারপিট হলে অস্বাভাবিক কিছু নয়। শিক্ষাঙ্গন মারামারির জায়গা নয়। কে আমদানি করেছে এসব? কমিউনিস্টরা আমদানি করেছে। এসএফআই-কংগ্রেস করেছে। ত্রিপুরা, বাংলা, কেরালা ছাড়া আর তো কোথাও এমনটা হয় না। এদেশে কমিউনিস্টদের মারা শুরু হয়েছে। মনে হয়, এটা তাদের পাওনা আছে, কারণ যা ব্যবহার করেছে। এটা অস্বাভাবিক কিছু নয়। হিসেব বরাবর হচ্ছে’’।
আরও পড়ুন: জেএনইউ-তে ‘ফ্যাসিস্ট সার্জিক্যাল স্ট্রাইক’, সরব ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মমতা
অন্যদিকে, জেএনইউ-এর ঘটনাকে ‘ফ্যাসিস্ট সার্জিক্যাল স্ট্রাইক’ বলে বর্ণনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীকে দুষে দিলীপ বলেন, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের মন্ত্রীকে (পড়ুন, বাবুল সুপ্রিয়) মারা হল, চুলের মুঠি ধরে টানা হল। তখন মমতার বিবেক জাগেনি? রাজ্যপালকে গো ব্যাক স্লোগান দিচ্ছে, তখন নিন্দা জানাননি। কে কাকে মেরেছে উনি-আমি কেউই বলতে পারব না। মমতা বন্দ্যোপাধ্যায় মায়া কান্না কাঁদছেন। যাঁরা দেশবিরোধী, তাঁদের জন্য ওঁর হৃদয় কাঁপে। ওঁর উদ্দেশ্য নিয়ে সন্দেহ হয়’’।