Advertisment

‘নাড্ডার নিরাপত্তায় গাফিলতি’, শাহকে চিঠিতে নালিশ দিলীপের

নাড্ডার পুলিশি নিরাপত্তায় গাফিলতি ছিল, এই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন দিলীপ।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh letter amit shah, অমিত শাহকে চিঠি দিলীপ ঘোষের

দিলীপ ঘোষ, অমিত শাহ ও জে পি নাড্ডা।

বাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সফর ঘিরে মারাত্মক অভিযোগ করলেন বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। নাড্ডার পুলিশি নিরাপত্তায় গাফিলতি ছিল, এই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন দিলীপ। বিজেপি রাজ্য় সভাপতির চিঠির পরই পদক্ষেপ কেন্দ্রের। রাজ্য়ের স্বরাষ্ট্রসচিব ও ডিজির থেকে রিপোর্ট তলব করা হয়েছে বলে খবর।

Advertisment

শাহকে লেখা চিঠিতে দিলীপ উল্লেখ করেছেন, ‘পুলিশি নিরাপত্তায় গাফিলতি ছিল। বলতে গেলে, সেভাবে পুলিশ ছিলই না। লাঠি-বাঁশ নিয়ে ২০০ জন দুষ্কৃতী এসেছিল হেস্টিংসের কার্যালয়ে। বিক্ষোভকারীদের সরানোর বা আটকানোর চেষ্টা করা হয়নি’।

দিলীপ আরও অভিযোগ করেন, ‘পুলিশ তো ছিলই না। নীরব দর্শকের ভূমিকা পালন করেছে’।

আরও পড়ুন: ‘বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠ‍াকুরের জন্মস্থান’! বিজেপির টুইটে শোরগোল, টিপ্পনী তৃণমূলের

উল্লেখ্য়, একুশের মহারণের আগে ফের রাজ্য় সফরে নাড্ডা। ২ দিনের সফরের বুধবার বাংলায় পা রাখেন বিজেপি সভাপতি। হেস্টিংসে দলের দফতরের উদ্বোধন করতে যান তিনি। সেখানে পৌঁছোতেই নাড্ডার গাড়ির সামনে বিক্ষোভকারীদের দেখা যায়। নাড্ডাকে কালো পতাকা দেখানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। আজও নাড্ডার কর্মসূচি রয়েছে বাংলায়। এদিন ডায়মন্ড হারবারে সভা রয়েছে নাড্ডার। বাংলায় বিজেপি সভাপতির সফরে যে অভিযোগ করে শাহকে চিঠি লিখলেন দিলীপ, তাতে শাসক-বিরোধী রাজনৈতিক উত্তাপ নয়া মাত্রা পেল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp
Advertisment