Advertisment

একুশে সাফ! দিল্লির ফলে মমতার আত্মবিশ্বাস ফেরানো সম্ভব নয়: দিলীপ

‘‘দিল্লি, ঝাড়খণ্ড দেখে হয়তো ভাবছেন আত্মবিশ্বাস ফেরাবেন, সম্ভব হবে না। যেখানে ভোট হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে। উনিশে হাফ, একুশে সাফ, বাংলার গতিপ্রকৃতি এদিকেই’’।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh, দিলীপ ঘোষ, দিলীপ, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জী, মমতা ব্যানার্জি, মমতার খবর, মমতাকে আক্রমণ দিলীপের, mamata banerjee, mamata banerjee news, dilip ghosh slams mamata, caa, nrc, সিএএ, এনআরসি

দিলীপ ঘোষ ও মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল্লি ভোটের ফল ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। বিজেপিকে পরাজিত হতে দেখে ‘উচ্ছ্বসিত’ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে আসরে নামলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ‘দিল্লির ফল নিয়ে তৃণমূলের উৎসাহের কারণ নেই’, এ ভাষাতেই মমতা বাহিনীকে বিঁধেছেন দিলীপ। অন্যদিকে, দিল্লির ফলকে সামনে রেখে বিজেপিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে মমতা বলেছেন, ‘‘বিজেপি ধীরে ধীরে স্টেট লেস হয়ে পড়ছে। শেষ কলস ডোবাবে একুশের বাংলা’’। পাল্টা হুঁশিয়ারি দিয়ে দিলীপ বলেছেন, ‘‘উনিশে হাফ, একুশে সাফ, বাংলার গতিপ্রকৃতি এদিকেই’’।

Advertisment

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?

দিল্লির ভোটের ফল প্রসঙ্গে বঙ্গ বিজেপি সভাপতি বলেন ‘‘লোকসভার আগেও আমরা কয়েকটি রাজ্যে হেরেছিলাম। লোকসভায় ফল উল্টো হয়েছে’’। এরপরই তৃণমূলকে বিঁধে মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন, ‘‘দিল্লির ফল নিয়ে তৃণমূলের উৎসাহের হওয়ার কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাস কমে গিয়েছে। দিল্লি, ঝাড়খণ্ড দেখে হয়তো ভাবছেন আত্মবিশ্বাস ফেরাবেন, সম্ভব হবে না। যেখানে ভোট হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে। উনিশে হাফ, একুশে সাফ, বাংলার গতিপ্রকৃতি এদিকেই’’।

আরও পড়ুন: বিজেপি ভোকাট্টা, শেষ কলস ডোবাবে একুশের বাংলা: মমতা

উল্লেখ্য, উনিশের লোকসভা নির্বাচনে বাংলায় ১৮টি আসনে জিতে অভাবনীয় উত্থান ঘটেছে বিজেপির। বঙ্গভূমিতে শক্তি বাড়িয়ে একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যের কুর্সি দখলে মরিয়া গেরুয়াবাহিনী। এদিকে, নিজের জমি ধরে রাখতে ঝাঁপিয়ে পড়েছে মমতা বাহিনীও। এই প্রেক্ষিতে দিল্লি ভোটের ফল নিয়ে যেভাবে যুযুধান তৃণমূল ও বিজেপি, তা রাজনৈতিকভাবে উল্লেখযোগ্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

আরও পড়ুন: বাংলায় ‘রাজনৈতিক পরিবর্তন’ প্রার্থনা করে পুজো দিলেন দিলীপ ঘোষ

অন্যদিকে, ছত্রধর মাহাতোর নাম না করে এদিন দিলীপ বলেন, ‘‘মমতার আত্মবিশ্বাস নেই, তাই জেল থেকে কাউকে ছাড়িয়ে আনতে হয়েছে’’। উল্লেখ্য, কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন ছত্রধর মাহাতো। জঙ্গলমহলের এই নেতার তৃণমূলে যোগদানের জল্পনা তুঙ্গে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee dilip ghosh
Advertisment