বিজেপির নবান্ন অভিযানের মিছিল থেকে আগ্নেয়াস্ত্র-সহ বলবিন্দর সিংয়ের গ্রেফতারি নিয়ে জোর তর্জা চলছে। শিখ সম্প্রদায়ভুক্ত বলবিন্দরের পাগড়ি পুলিশ টেনে খুলে দিয়েছে বলে অভিযোগ। যা নিয়ে আপাতত সরগরম রাজনীতির ময়দান। শনিবার এ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতা সরকারের বিরুদ্ধে বিশেষ সম্প্রদায়ের প্রতি 'তোষণে'র অভিযোগ তুলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন পুলিশকে।
শনিবার বর্ধমানে দিলীপ ঘোষ বলেন, 'আমাদের প্রিয়াংশু পাণ্ডের ব্যক্তিগত দেহরক্ষী বলবিন্দর সিং। দেহরক্ষীকে কেস দেওয়া বা গ্রেফতার আইন বিরুদ্ধ। তাঁকে যেভাবে পুলিশ অত্যাচার করেছে তা লজ্জার। আমি চ্যালেঞ্জ করছি পুলিশকে- যদি গোল টুপি মাথায় থাকত তবে পুলিশ কি গ্রেফতার করতে পারত? একজন শিখ বলেই পুলিশ তাঁর পাগড়ি খুলে দিয়েছে। কয়েক দিন আগেই যারা বিশেষ সুবিধাপ্রাপ্ত তাদের লাথি খেয়ে পুলিশ হাওড়ায় শান্তিমিছিল করেছিল। আমরা আইন মানি বলেই এসব হচ্ছে। এসব তোষণের রাজনীতি।'
আরও পড়ুন- পাগড়ি খোলা নিয়ে গুরুতর অভিযোগ বাংলার পুলিশের বিরুদ্ধে
গত বৃহস্পতিবার সাত দফা দাবিতে নবান্ন অভিযান করে বিজেপি। গেরুয়া দলের এই কর্মসূচি ঘিরে হুলুস্থুল হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ, জল কামানের ব্যবহার করে পুলিশ। এইসবের মাঝেই হাওড়া ময়দান অঞ্চলের মিছিলে এক ব্যক্তিকে ধাওয়া করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় ধৃত ব্যক্তি বলবিন্দর সিং।
বিজেপির রাজ্য নেতৃত্বের দাবি, দলীয় নেতা প্রিয়াংশু পাণ্ডের ব্যক্তিগত দেহরক্ষী বলবিন্দর। বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স রয়েছে। যদিও হাওড়া সিটি পুলিশের দাবি, ওই আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স জম্মু-কাশ্মীরের রাজৌরির। যা জেলার বাইরে নিয়ে যাওয়া বেআইনি। সেই অনুসারে বলবিন্দর 'বেআইনি' আগ্নেয়াস্ত্র নিয়ে সেদিন মিছিলে ছিলেন।
আরও পড়ুন- বলবিন্দরের পাগড়ি খোলা নিয়ে বিতর্কের জবাব দিল পশ্চিমবঙ্গ পুলিশ
কিন্তু শিখ সম্প্রদায়ের একজনের পাগড়ি পুলিশ খুলে দিয়েছে এই বিতর্ক অন্য মাত্রা পায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, শিরোমণি অকালি দল এর প্রধান সুখবীর সিং বাদলের আর্জিতে। এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন তাঁরা। একই সুর প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়েরও। তবে, শুক্রবার রাতেই পুলিশের তরফে জানানো হয়েছে, ধরপাকড়ের সময় ধস্তাধস্তিতেই বলবিন্দরের পাগড়ি খুলে গিয়েছিল।
সেই 'পাগরি'কাণ্ডে বিতর্কিত মন্তব্য করে আপাতত রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ নয়া মাত্রা যোগ করলেন বলেই মনে করা হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন