Advertisment

মাওবাদী সন্ত্রাসের দুঃসময় ফেরাচ্ছে তৃণমূল: দিলীপ ঘোষ

মানুষের কণ্ঠরোধ করে মাওবাদী সন্ত্রাসের দুঃসময় ফিরিয়ে আনার চেষ্টা করছে তৃণমূল, সোমবার এ অভিযোগও করলেন বিজেপি রাজ্য সভাপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh, bjp, দিলীপ ঘোষ, বিজেপি

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ফাইল ছবি- পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

ক’দিন আগে সেখানে দুই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। যে রহস্যমৃত্যু নিয়ে অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের শাসক দলের দিকে। পুরুলিয়ায় পা রেখে সে সে অভিযোগকে আরও একবার উসকে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুধু তাই নয়, জেলার মানুষের কণ্ঠরোধ করে মাওবাদী সন্ত্রাসের দুঃসময় ফিরিয়ে আনার চেষ্টা করছে তৃণমূল, সোমবার এ অভিযোগও করলেন বিজেপি রাজ্য সভাপতি।

Advertisment

পুরুলিয়ায় দলীয় কর্মীদের খুনের ঘটনায় শাসকদলকে নিশানা করে দিলীপ বলেন, ‘‘তৃণমূলের রাজত্বে এখানে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে।’’ এরপরই বিজেপি রাজ্য সভাপতি বলেন যে, যেভাবে শাসকদল সাধারণ মানুষের কন্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে, তাতে দীর্ঘ দিন আগে পুরুলিয়ায় মাওবাদী যুগের সেই আতঙ্ক ফিরে আসছে বলে মনে হচ্ছে।

আরও পড়ুন, Purulia Update: জোড়া খুনের পর দলিত রাজনীতির চারা রোপণ বিজেপির

সোমবার পুরুলিয়ায় নিহত দুই বিজেপি কর্মী ত্রিলোচন মাহাত ও দুলাল কুমারের বাড়িতে গিয়ে তাঁদের পরিজনদের সঙ্গে দেখা করেন বিজেপি রাজ্য সভাপতি। গত ২ জুন পুরুলিয়ার বলরামপুর ব্লক এলাকায় বিদ্যুতের খুঁটিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন দুলাল। এ ঘটনার কিছুদিন আগেই একটি গাছে ত্রিলোচনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

purulia deadbody, পুরুলিয়ায় মৃতদেহ উদ্ধার ত্রিলোচন মাহাতর দেহ। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

পঞ্চায়েত ভোটে শাসকদলের হিংসার প্রসঙ্গ টেনে দিলীপ অভিযোগ করেন,‘‘এখানে আমাদের তিন কর্মীকে খুন করা হয়েছে। ভোটের আগে একজনকে ও ভোটের পরে দুজনকে খুন করা হয়েছে।’’ এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন যে, পুরুলিয়ার মানুষ এখন ভীত-সন্ত্রস্ত। দল যে পুরুলিয়ার মানুষের পাশে রয়েছে সে ব্যাপারে জেলাবাসীকে আশ্বস্ত করেন তিনি। তাঁদের দলের কোনও কর্মী আত্মহত্যা করেছেন বলে এলাকার মানুষ বিশ্বাস করেননা বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

আগামী ২৭ ও ২৮ জুন রাজ্যসফরে আসার কথা বিজেপি সভাপতি অমিত শাহের। এই সফরেই পুরুলিয়ায় নিহত বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে তাঁর।

tmc bjp dilip ghosh
Advertisment