Advertisment

দীপিকা পাড়ুকোনকে চরম আক্রমণ দিলীপ ঘোষের, কী বললেন বিজেপি রাজ্য সভাপতি?

দীপিকাকে বিঁধতে এবার সরব হলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Deepika Padukone, দীপিকা পাড়ুকোন, দীপিকা, দিলীপ ঘোষ, দিলীপ, দিলীপের খবর, dilip ghosh, Deepika Padukone news, Deepika Padukone jnu, জেএনইউ দীপিকা, জেএনইউ দীপিকা পাড়ুকোন, Deepika Padukone latest news, Deepika Padukone new film, Deepika Padukone, পাড়ুকোনের খবর, ছপক, দীপিকা, বিতর্কে দীপিকা পাড়ুকোন, দীপিকাকে আক্রমণ দিলীপের, dilip ghosh, dilip ghosh slams deepika, deepika

দিলীপ ঘোষ ও দীপিকা পাড়ুকোন।

জেএনইউ-তে গিয়ে বিজেপি নেতাদের চক্ষুশূল হয়েছেন বলিউডের এই মুহুর্তের অন্যতম পয়লা নম্বর নায়িকা দীপিকা পাড়ুকোন। ঐশী ঘোষদের পাশে দাঁড়ানোর পরই নায়িকার ছবি ‘ছপক’ বয়কটের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়েছেন দিল্লি বিজেপির মুখপাত্র তেজেন্দর পাল সিং বাগ্গা। দীপিকাকে বিঁধতে এবার আসরে নামলেন বঙ্গ বিজেপি সভাপতি। ‘ওটা তো শ্যুটিংয়ের জায়গা নয়, তাহলে কেন গিয়েছিলেন?’, এ ভাষাতেই বলিউড সম্রাজ্ঞীকে বিঁধলেন দিলীপ ঘোষ।

Advertisment

দিলীপের নিশানায় দীপিকা

এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘আমি জানি না কেন গিয়েছিলেন উনি। ওটা শ্যুটিংয়ের জায়গা নয়। আরও বিভ্রান্তি বাড়ানো যুক্তিসংগত নয়। জেএনইউ যেতে পারেন, বিখ্যাত বিশ্ববিদ্যালয়, অবশ্যই যাওয়া উচিত। যাতে ওখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়, পড়াশোনার পরিবেশ ফেরে, সেদিকে সকলের সচেষ্ট হওয়া জরুরি’’।

আরও পড়ুন: ‘জেএনইউ-তে সাজানো ঘটনা, রক্ত না লাল রং?’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই জেএনইউ-তে যান অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীপিকার হঠাৎ উপস্থিতিতে শোরগোল পড়ে যায় গোটা দেশে। এরপরই কার্যত নিঃশব্দে ঐশী ঘোষদের পাশে থেকে বার্তা দেন দীপিকা। ঐশীর সঙ্গে কথা বলতেও দেখা যায় নায়িকাকে। তবে তিনি কোনও বক্তব্য রাখেননি। ১৫ মিনিট পরই জেএনইউ ছাড়েন দীপিকা। সে সময় ঐশীদের সঙ্গে ছিলেন প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমারও। জেএনইউতে হামলার প্রতিবাদে বলিউডের অনেকেই সরব হয়েছেন। কিন্তু যেভাবে মঙ্গলবার সন্ধ্যায় সশরীরে ঐশীদের পাশে দাঁড়ালেন দীপিকা তা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন বলেই মন ওয়াকিবহাল মহলের একাংশের। এদিকে, জেএনইউতে যাওয়ার পরই দীপিকাকে বিঁধতে আসরে নামে বিজেপি।

dilip ghosh
Advertisment