সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন প্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমোকে চরম নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতার মিছিলে লোক হচ্ছে না বলে দাবি করেছেন দিলীপ। এজন্য ‘দিদিমণি বাইরে থেকে লোক আনছেন’ বলে কটাক্ষ করেছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। পাশাপাশি মমতার মিছিলকে বিঁধে দিলীপের মন্তব্য, ‘‘দিদিমণি হাঁটা প্র্যাক্টিস করছেন। ২০২১ সালের পর তো ওঁকে হাঁটতেই হবে’’।
আরও পড়ুন: রাজপথে অপর্ণা-কৌশিক-সহ নাগরিক সমাজ, ‘ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে’
মমতাকে নিশানা দিলীপের
বৃহস্পতিবার বিকেলে রানি রাসমণি অ্যাভিনিউতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার মুখে কটাক্ষের সুরে দিলীপ ঘোষ বলেন, ‘‘দিদিমণি বাইরে থেকে লোক আনছেন। ১০০ দিনের কাজের লোককে আনছেন। তাতেও কাজ হচ্ছে না। দিদিমণি এখন হাঁটা প্র্যাক্টিস করছেন। কারণ ২০২১ সালের পর তো হাঁটতেই হবে ওঁকে’’। উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির অভাবনীয় উত্থানের পর একুশের বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করে এগোচ্ছে গেরুয়া বাহিনী। সেই প্রেক্ষিতে দিলীপের এহেন খোঁচা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।
আরও পড়ুন: ‘আধার-ভোটার কার্ড নহি চলেগা! বিজেপি কা মাদুলি চলেগা?’, শাহকে প্রশ্ন মমতার
উল্লেখ্য, সিএএ ও এনআরসি ইস্যুতে প্রথম থেকেই বিরোধিতা জানিয়ে আসছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত তিনদিন ধরে টানা কলকাতা ও তৎসংলগ্ন হাওড়াতে মিছিলে হেঁটেছেন মমতা। টানা তিনদিনের মিছিল থেকে মোদীবাহিনীকে চরম নিশানা করেছেন মমতা। কোনওভাবেই এ রাজ্যে সিএএ-এনআরসি করা হবে না বলে বারংবার সরব হয়ে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী। সিএএ ও এনআরসির প্রতিবাদে আজ ও কাল সভাও করছেন মমতা। অন্যদিকে, সিএএ সমর্থনে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল করেছে বিজেপি। এমন প্রেক্ষাপটে তৃণমূল সুপ্রিমোর প্রতিবাদ কর্মসূচিকে যেভাবে নিশানা করলেন দিলীপ, তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।