Advertisment

‘অনেকদিন পর ছবি আঁকার সুযোগ পেলেন মমতা’

‘‘যখন মানুষ হতাশ হয়ে যান, তখন কেউ গিটার বাজান, ছবি আঁকেন’’

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা, মমতার খবর, দিলীপ ঘোষ, dilip ghosh, মমতা, দিলীপ, মমতার ছবি, mamata, dilip, caa, nrc, সিএএ, ছবি আঁকলেন মমতা, ক্যানভাসে প্রতিবাদ মমতার

ছবি আঁকলেন মমতা। ছবি: ফেসবুক।

সিএএ ও এনআরসি বিরোধিতায় তিনি রাজপথে নেমে দীর্ঘ পথ হেঁটেছেন। সমতল থেকে পাহাড়, রাজ্যের বিভিন্ন প্রান্তে সভাও করেছেন তিনি। এবার সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় তুলি হাতে নিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গান্ধী মূর্তির পাদদেশে ছবি এঁকে ‘নিঃশব্দে’ সিএএ-র প্রতিবাদ জানালেন মমতা। তৃণমূলনেত্রীর এহেন অভিনব প্রতিবাদকে কটাক্ষ করে দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘অনেক দিন পর ছবি আঁকার সুযোগ পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়’।

Advertisment

আরও পড়ুন: জেলাতেই চাকরি, শিক্ষক নিয়োগে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত মমতা সরকারের

এদিন গান্ধী মূর্তির পাদদেশে ছবি এঁকে সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে মমতা বলেন, ‘‘আমি কিন্তু শিল্পী নই। মাঝে মধ্যে একটু চেষ্টা করি মাত্র। তুলির টানে, প্রাণের টানে, একই কথা বললাম রঙের মাধ্যমে। আমরা কোনও ভেদাভেদ মানব না। নীরবে যে কথা বলা যায়, কথা বলার থেকে কথা না বলে নিজের ভাষা ব্যক্ত করা সভ্যতার বড় শিষ্টাচার, বড় শিক্ষা। বিচ্ছিন্নতাবাদ, ধর্মের নামে ঘৃণার রাজনীতি ভালবাসি না। ভাষা নিয়ে গুলিগোলা চালাই না। ভাষা দিয়ে আমরা বাংলার সাহিত্য-সংস্কৃতিকে সমৃদ্ধ করি’’।

মমতার এহেন প্রতিবাদকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘অনেক দিন পর ছবি আঁকার সুযোগ পেলেন মমতা। যখন মানুষ হতাশ হয়ে যান, তখন কেউ গিটার বাজান, ছবি আঁকেন। সিএএ-এনআরসি বিক্ষোভে উনি একা হয়ে গিয়েছেন। লোকে ওঁর সঙ্গে নেই। আমাদের সভায় হাজার হাজার লোক আসে। মমতা হতাশ হয়ে গিয়েছেন, অসফল প্রশাসক’’।

Mamata Banerjee dilip ghosh
Advertisment