Advertisment

এবার দিলীপ ঘোষের গলায় 'খেলা হবে', কোথায় এই স্লোগান তুললেন তিনি?

'দিদিমনির বাংলার মানুষের প্রতি বিশ্বাস নেই। তাই ভোটে জিততে বিহার থেকে বিশেষজ্ঞ আনতে হয়। বাংলাদেশ থেকে ক্রিকেটার এনে দুর্গাপুজো উদ্বোধন করতে হয়।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রবিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে কর্মিসভা করেন দিলীপ ঘোষ। এদিনের সভামঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি আক্রমণাত্মক ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। বহিরাগত প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোকে বিঁধে তিনি বলেন, 'দিদিমনির বাংলার মানুষের প্রতি বিশ্বাস নেই। তাই ভোটে জিততে বিহার থেকে বিশেষজ্ঞ আনতে হয়। বাংলাদেশ থেকে ক্রিকেটার এনে দুর্গাপুজো উদ্বোধন করতে হয়। আর বাংলাদেশী অভিনেতা এসে ভোট প্রচার করেন।' এবার তিনি বলছেন, হ্যাটট্রিক করবেন। আমি বলছি, দিদি ভুল হয়ে গিয়েছে। জঙ্গলমহল-পাহাড়ের মানুষ আপনাকে আয়না দেখিয়ে দিয়েছে। এবার রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দিয়ে আপনাকে ১৩ তলা থেকে নামিয়ে কালীঘাটে পাঠিয়ে দেবে। এভাবেও সরব হয়েছেন এই বিজেপি নেতা।

Advertisment

তাঁর অভিযোগ, 'আপনি যে ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে, মানুষ তার থেকে মুক্তি চায়। তাই ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে এই পরিবেশ পরিবর্তন করতে হবে। আমরা তাই পথে নেমেছি। কেশপুরের মতো জায়গায় মানুষ ভয়ে ভোট দিতে পারে না।'

তাঁর মন্তব্য, 'আপনারা লোকসভায় ভোট দিতে চেষ্টা করেছিলেন, পঞ্চায়েতে ভোট দিতে পারেননি। এবার বিধানসভার ভোট আসছে। ভোট দিতে পারবেন কিনা, সেটা হাজার টাকার প্রশ্ন।' তবে আপনারা আপনাদের ভোট দেবেন, সেই ব্যবস্থা আমরা করবো। লোকসভা ভোটে ওরা ভয় দেখানোর চেষ্টা করেছিল। ভারতী দি'র গাড়িতে হামলা করেছিল। কিন্তু এখনও ভোটের আগে দুই-তিনমাস সময় আছে। তাই যাতে ওরা শুধরে যায়। নয়তো ভোটের আগেই ওদের হাসপাতালে পাঠাবো। এভাবে ভোটে সন্ত্রাস প্রসঙ্গে সরব হয়ে তৃণমূলকে কড়া বার্তা দেন দিলীপ ঘোষ। তাঁর প্রশ্ন, 'শুধু ওরাই মায়ের দুধ খেয়েছে, আমরা খাইনি। কেশপুর কি ওদের বাবার সম্পত্তি?'

এমনকী, তৃণমূলের খেলা হবে স্লোগানে প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, 'ওরা স্লোগান তুলছে খেলা হবে। আমিও বলছি খেলা হবে, ভোট হবে, রাজ্যে পরিবর্তন হবে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে।'

Mamata Banerjee West Bengal Election 2021 dilip ghosh
Advertisment