Advertisment

অশান্তি-তদন্তে CBI, ‘আদালত-সংবিধানে আস্থা বাড়ল’, বললেন দিলীপ ঘোষ

৭০-৮০ হাজার লোককে শুধুমাত্র বিজেপি করার অভিযোগে ঘরছাড়া হতে হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি৷

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh welcomes HC’s verdict about post poll violence

বৃহস্পতিবারই রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ আদালতের এই রায়ে খুশি রাজ্য বিজেপি৷ ‘‘হতাশা কাটানোর রাস্তা দেখাল আদালত৷ এই রায়ের ফলে আদালত-সংবিধানের উপর মানুষের আস্থা বেড়ে গেল৷ পীড়িতদের মনে শান্তি এসেছে, সাহস এসেছে৷’’ এমনই প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের৷

Advertisment

বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় বিরোধী নেতা-কর্মী ও সমর্থকদের উপর হামলা হচ্ছে বলে অভিযোগ ওঠে৷ বিজেপি এক্ষেত্রে কাঠগড়ায় তোলে রাজ্যের শাসকদল তৃণমূলকে৷ জোড়াফুলের নেতাদের মদতেই রাজ্যে বিরোধীদের উপর হামলা হচ্ছে বলে অভিযোগ তোলে বিজেপি৷ পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে আসে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল৷ রাজ্যের বিভিন্ন এলাকায় ঘুরে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা৷

আরও পড়ুন- দাঙ্গায় আহতদের জাতীয় সঙ্গীত গাইতে জোর, ১৭ মাস পর চিহ্নিত দিল্লি পুলিশের তিন কর্মী

ওই রিপোর্টকে রাজ্যে ভোট পরবর্তী হিংসায় কাঠগড়ায় তোলা হয় তৃণমূলকে৷ যা নিয়ে তীব্র আপত্তি তোলে শাসকদল৷ উল্টে NHRC-র দলকে বিজেপির মদতপুষ্ট বলে অভিযোগে সরব হয় তৃণমূল৷ বৃহস্পতিবার ভোট পরবর্তী অশান্তি ইস্যুতে কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপি৷ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন, ‘‘এত হিংসা, মৃত্যু, মহিলাদের উপর অত্যাচার মানতে চাননি মুখ্যমন্ত্রী৷ জাতীয় মানবাধিকার কমিশনের টিমকে বিজেপির টিম বলেছে৷ এখানকার পুলিশের চরিত্র তুলে ধরেছে মানবাধিকার কমিশন৷ শুধুমাত্র বিজেপি করার অপরাধে ৭০-৮০ হাজার লোক ঘরছাড়া হয়েছেন৷’’

উল্লেখ্য, রাজ্যে ভোট পরবর্তী অশান্তি মামলার তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ খুন, ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যুর মতো ঘটনাগুলির তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তবে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলাগুলির ক্ষেত্রে সিট গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ আগামী ৬ সপ্তাহের মধ্যে মামলার তদন্তের রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিবিআই ও সিটকে৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata highcourt dilip ghosh bjp tmc
Advertisment