Advertisment

বিজেপির প্রার্থী তালিকায় একাধিক চমক, ২০ বছর পর ফের ভোটযুদ্ধে মুকুল রায়

বৃহস্পতিবার দিল্লির সদর দফতর থেকে ১৪৮ জনের নামের তালিকা ঘোষণা করে বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Election 2021, Mukul Ray, Audio Clip, TMC, Phone Tapping, Amit Shah, EC, Bengal Poll 2021

মুকুল রায়

তিন সাংসদ এবং এক কেন্দ্রীয় মন্ত্রীকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করে আগেই চমক দিয়েছে বিজেপি। এবার আরও শীর্ষ নেতাদের প্রার্থী করতে চলেছে বিজেপি, এমনটাই খবর ছিল। হলও তাই। বিধানসভায় প্রার্থী হলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। তবে প্রার্থী করা হয়নি দিলীপ ঘোষকে। তাঁকে দলীয় প্রচারে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। মিঠুন চক্রবর্তীরও নাম নেই তালিকায়।

Advertisment

প্রসঙ্গত, বৃহস্পতিবার দিল্লির সদর দফতর থেকে ১৪৮ জনের নামের তালিকা ঘোষণা করে বিজেপি। তাতে নাম রয়েছে মুকুল রায়ের। বঙ্গ রাজনীতির চাণক্য বলা হয় তাঁকে। কিন্তু স্বভাবত সংগঠনের কাজেই তাঁকে দেখা যেত এতদিন। এবার বিধানসভায় প্রার্থী হলেন তিনি। কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করল বিজেপি। ২০০১ সালে তৃণমূলের হয়ে জগদ্দলে প্রার্থী হয়েছিলেন মুকুল। কিন্তু সে অভিজ্ঞতা সুখের হয়নি। হাবড়া থেকে প্রার্থী হলেন রাহুল সিনহা। প্রাক্তন রাজ্য সভাপতি ২০১৬ সালে জোড়াসাঁকো কেন্দ্রে দাঁড়িয়ে হেরেছিলেন।

রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে শান্তিপুরে প্রার্থী করা হয়েছে। রাজারহাট-গোপালপুরে শমীক ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। বিধাননগর কেন্দ্রে প্রার্থী হয়েছেন সব্যসাচী দত্ত। তাঁর প্রতিপক্ষ রাজ্যের মন্ত্রী সুজিত বসু। বীজপুরে প্রার্থী হয়েছেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। বারাকপুরে নিহত বিজেপি যুবনেতা মনীশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লাকে প্রার্থী করেছে বিজেপি।

এদিকে, তিনি প্রার্থী হচ্ছেন না বৃহস্পতিবার দিলীপ নিজেই সেই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমি প্রার্থী হচ্ছি না। বৃহস্পতিবারই বাকি থাকা আসনের বেশির ভাগের প্রার্থী তালিকা প্রকাশিত হবে। তবে তাতে আমার নাম থাকছে না। রাজ্য সভাপতি হিসেবে দল আমায় গোটা রাজ্যে প্রচারে নেতৃত্ব দিতে বলেছে। সবাই প্রার্থী হবেন। আর আমি সকলকে জেতানোর দায়িত্বে।’’

একনজরে দেখে নিন বিজেপির প্রার্থীদের নাম-

দমদম- বিমলশঙ্কর নন্দ
বরানগর - পার্নো মিত্র
সাগরদিঘি- মাফুজা খাতুন
ভবানীপুর -রুদ্রনীল ঘোষ
বালিগঞ্জ - লোকনাথ চট্টোপাধ্যায়
পাণ্ডবেশ্বর- জিতেন্দ্র তিওয়ারি
আসানসোল দক্ষিণ- অগ্নিমিত্রা পল
পানিহাটি- সন্ময় বন্দ্যোপাধ্যায়
ইংরেজবাজার- শ্রীরূপা মিত্র চৌধুরী
বৈষ্ণবনগর - স্বাধীনকুমার সরকার

কৃষ্ণনগর উত্তর- মুকুল রায়
রাজারহাট-গোপালপুর- শমীক ভট্টাচার্য
হাবড়া- রাহুল সিনহা
বিধাননগর- সব্যসাচী দত্ত
ভাটপাড়া- পবন সিং
বীজপুর- শুভ্রাংশু রায়
নোয়াপাড়া- সুনীল সিং
খড়দহ- শীলভদ্র দত্ত

বোলপুর - অনির্বাণ গঙ্গোপাধ্যায়
শান্তিপুর- জগন্নাথ সরকার
কৃষ্ণগঞ্জ- আশিসকুমার বিশ্বাস

কালনা- বিশ্বজিৎ কুণ্ডু
ইংরেজবাজার- শ্রীরূপা মিত্র চৌধুরী
জোড়াসাঁকো- মীনাদেবী পুরোহিত
মানিকতলা- কল্যাণ চৌবে
দুর্গাপুর পূর্ব- কর্নেল দীপ্তাংশু চৌধুরী
ধূপগুড়ি- বিষ্ণুপদ রায়
ময়নাগুড়ি- কৌশিক রায়
জলপাইগুড়ি- সুজিত সিংহ
মাল- মহেশ বাগী
নাগরাকাটা- পুনা ভেঙ্গরা
মাটিগাড়া-নকশালবাড়ি- আনন্দময় বর্মণ
মধ্যমগ্রাম- রাজশ্রী রাজবংশী
বারাসত- শঙ্কর চট্টোপাধ্যায়
দেগঙ্গা- দীপিকা চট্টোপাধ্যায়
সন্দেশখালি- ভাস্কর সরকার
বসিরহাট দক্ষিণ- তারকনাথ ঘোষ
বসিরহাট উত্তর- নারায়ণ মণ্ডল
হিঙ্গলগঞ্জ- নিমাই দাস
বর্ধমান উত্তর- রাধাকান্ত রায়
অশোকনগর- তনুজা চক্রবর্তী
নৈহাটি- ফাল্গুনী পাত্র
জগদ্দল- অরিন্দম ভট্টাচার্য
গলসি- তপন বাগদি
হবিবপুর- জুয়েল মুর্মু
গাজোল- চিন্ময় দেব বর্মণ
চাঁচল- দীপঙ্কর রাম
হরিশচন্দ্রপুর- মতিউর রহমান।
মালতিপুর- মৌসুমী দাস
লালগোলা- কল্পনা ঘোষ
ভগবানগোলা- মেহবুব আলম
নবগ্রাম- মোহন হালদার
কলকাতা বন্দর- অওধ কিশোর গুপ্তা
মুর্শিদাবাদ- গৌরীশঙ্কর ঘোষ
দুর্গাপুর পশ্চিম- লক্ষ্ণণ ঘড়াই
রানিগঞ্জ- বিজন মুখোপাধ্যায়
আসানসোল উত্তর- কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়
কুলটি- অজয় পোদ্দার
জামুড়িয়া- তাপস রায়
কান্দি- গৌতম রায়
বেলডাঙা- সুমিত ঘোষ
সুজাপুর- এসকে জিয়াউদ্দিন
জলঙ্গি- চন্দন মণ্ডল
নওদা- অনুপম মণ্ডল
হরিহরপাড়া- তন্ময় বিশ্বাস
দুবরাজপুর- অনুপ সাহা
সিউড়ি- জগন্নাথ চট্টোপাধ্যায়
নানুর- তারক সাহা
লাভপুর- বিশ্বজিৎ মণ্ডল
সাঁইথিয়া- প্রিয়া সাহা
ময়ূরেশ্বর- শ্যামাপদ মণ্ডল

কোচবিহার দক্ষিণ- নিখিল রঞ্জন দে
নাটাবাড়ি- মিহিড় গোস্বামী
আলিপুরদুয়ার সুমন কাঞ্জিলাল
ফালাকাট- দীপক বর্মন
সোনারপুর উত্তর- রঞ্জন বৈদ্য
বেহালা পশ্চিম- শ্রাবন্তী চট্টোপাধ্যায়
বালি- বৈশালী ডালমিয়া
শিবপুর- রথীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
সপ্তগ্রাম- দেবব্রত বিশ্বাস

bjp dilip ghosh mukul roy West Bengal Assembly Election 2021
Advertisment