Advertisment

চালু হল দিলীপ ঘোষ অনলাইন

"শুধু দেশ নয় বিদেশের বাঙালীদেরও দাবি আসছে, তাঁরা রাজ্যের উন্নয়ন ও পরিবর্তন নিয়ে মতামত দিতে চাইছেন। এই প্লাটফর্ম তাঁরা ব্যবহার করতে পারবেন।" 

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh online

শনিবার কলকাতা প্রেস ক্লাবে বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষের ওয়েবসাইটের উদ্বোধন হয়। ছবি-শশী ঘোষ

এবার বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের দেখা মিলবে অনলাইনেও। শনিবার থেকে যাত্রা শুরু করল dilipghosh.online নামের ওয়েবসাইট। সরাসরি এই পোর্টালের মাধ্যমে এবার দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে। শুধু এ রাজ্যের বাসিন্দারা বা প্রবাসীরা নয়, অনাবাসী বাঙালীরাও এখানে মতামত জানাতে পারবেন। কলকাতা প্রেস ক্লাবে এদিন এই ওয়েবসাইটের উদ্বোধনে হাজির ছিলেন স্বয়ং দিলীপ ঘোষ, দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুও।

Advertisment

লোকসভা নির্বাচনে এ রাজ্যে ধাক্কা খাওয়ার পর তৃণমূল কংগ্রেস শুরু করেছিল ‘দিদিকে বলো’ কর্মসূচি। সেই সেময় বঙ্গ বিজেপি শুরু করেছিল ‘চা চক্রে দিলীপ ঘোষ’। কলকাতায়, জেলায়-জেলায় জনসংযোগ বৃদ্ধি করতে শুরু হয়েছিল এই চা চক্র। সম্প্রতি তৃণমূল কংগ্রেস দ্বিতীয় পর্যায়ের জনসংযোগ কর্মসূচি হিসাবে শুরু করেছে ‘বাংলার গর্ব মমতা’। এবার ওয়েব সাইটের মাধ্যমে যোগোযোগ স্থাপন করতে চলেছে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি।

আপামর বাঙালীর এই ওয়েব সাইটের দাবি রয়েছে, তা জানালেন সায়ন্তন বসু। তিনি, বলেন, "দিলীপ ঘোষ বিধায়ক ছিলেন, এখন সাংসদ। দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন। এখন রাজ্য সভাপতি। শুধু দেশ নয় বিদেশের বাঙালীদেরও দাবি আসছে, তাঁরা রাজ্যের উন্নয়ন ও পরিবর্তন নিয়ে মতামত দিতে চাইছেন। এই প্লাটফর্ম তাঁরা ব্যবহার করতে পারবেন।"

করোনা নিয়েও তৃণমূল-বিজেপির মতবিরোধ জারি রয়েছে। বঙ্গ বিজেপি সভাপতি তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এদিন দিলীপ ঘোষ বলেন, "করোনা ভাইরাসে আক্রান্তের কথা চিন ৭ জানুয়ারি ঘোষণা করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরের দিনই জরুরি বৈঠক ডেকেছিলেন। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দিল্লি রাজনীতি করছে। উনি একটু পরে বোঝেন! ওনার আমলারাই তো করোনা ভাইরাস আনলো।"

bjp dilip ghosh
Advertisment