Advertisment

শৃঙ্খলাকে স্বৈরতন্ত্র নামে ডাকা হচ্ছে: নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘ভেঙ্কাইয়াজি একজন শৃঙ্খলাপরায়ণ ব্যক্তি, কিন্তু এ দেশের এখন এমনই পরিস্থিতি যে শৃঙ্খলাকে অগণতান্ত্রিক বলে অভিহিত করা হচ্ছে।’’

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভেঙ্কাইয়া নাইডর বই প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী (ফোটো- রেণুকা পুরী)

আজকাল দেশে শৃঙ্খলাকে স্বৈরতন্ত্র বলে ডাকা হচ্ছে। এ বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রবিবার উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর লেখা বই প্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন তিনি।

Advertisment

নাইডুকে শৃঙ্খলাপরায়ণ বলে প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘ভেঙ্কাইয়াজি একজন শৃঙ্খলাপরায়ণ ব্যক্তি, কিন্তু এ দেশের এখন এমনই পরিস্থিতি যে শৃঙ্খলাকে অগণতান্ত্রিক বলে অভিহিত করা হচ্ছে। কেউ শৃঙ্খলার কথা বললে তাঁকে স্বৈরতান্ত্রিক তকমা দেওয়া হচ্ছে... গোটা অভিধানই খুলে যাচ্ছে।’’ তিনি বলেন, ভেঙ্কাইয়া নাইডু যখন পার্টির অভ্যন্তরে ছিলেন, তখন তিনি যথাযথ ভাবে সে দায়িত্ব পালন করেছিলেন।

আরও পড়ুন, সরকারের সমালোচনা মানেই দেশদ্রোহিতা নয়: আইন কমিশন

মোদী একইসঙ্গে বলেছেন, হৃদয় থেকে নাইডু একজন কৃষক। ‘‘অটলজি নাইডুকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিলেন। ভেঙ্কাইয়াজি বলেছিলেন আমি গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী হতে চাই। উনি হৃদয় থেকে একজন কৃষক। কৃষক ও কৃষিকাজের উন্নতির ব্যাপারে তিনি নিবেদিতপ্রাণ।’’

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, উপরাষ্ট্রপতির রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা গত এক বছর ধরে তাঁর কাজে ব্যাপকভাবে প্রতিফলিত হয়েছে। তবে সেরাটা আসতে এখনও যে বাকি রয়েছে, সে কথাও উল্লেখ করেছেন মনমোহন।

জনগণ যে ক্রমশ কৃষিক্ষেত্র থেকে দূরে সরে যাচ্ছেন, সে কথা উল্লেখ করে ভেঙ্কাইয়া নাইডু বলেন, এ ব্যাপারে সরকারের নজর দেওয়া প্রয়োজন। তিনি বলেন, ‘‘কৃষিক্ষেত্রে সরকারের দীর্ঘমেয়াদী সহায়তা প্রয়োজন। কৃষিমন্ত্রী এখানে হাজির রয়েছেন, তাঁর আমার কথা ভালো না-ও লাগতে পারে, তাঁকে সব দিক দেখতে হয়, তবে আগামী দিনে কৃষিক্ষেত্রে সরকারের পক্ষপাত দরকার, নইলে জনগণ এই ক্ষেত্র ছেড়ে দিতে শুরু করবেন, যার ফল লাভজনক হবে না।’’

ভেঙ্কাইয়া নাইডুর যে বইটি প্রকাশ পেল, ২৪৫ পৃষ্ঠার সে বইটির নাম, ‘মুভিং অন... মুভিং ফরোয়ার্ড: এ ইয়ার ইন অফিস’।

Human Rights narendra modi
Advertisment