Advertisment

নামেই এনডিএ! বিজেপি ছাড়া এই জোটে কারা আছে জানেন?

এআইএডিএমকেও জোট ছাড়ার কথা জানিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP

বাজপেয়ী জমানা এখন স্রেফ ইতিহাস। (অনিল শর্মার এক্সপ্রেস ছবি)

সেটা ছিল অটলবিহারী বাজপেয়ীর জমানা। সেই সময় ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) তাদের জোটের জন্য গর্ব করত। এই গর্বের কারণটা ছিল, জোটসঙ্গীরা দীর্ঘদিন ধরে পরস্পরের হাত ধরে রয়েছে। উদাহরণ হিসেবে সেই সময় এনডিএ হামেশাই অকালি দল অথবা শিবসেনার উদাহরণ টানত। কিন্তু, সেসব এখন যেন গোল্লায় গেছে। এনডিএতে এখন বিজেপির সঙ্গে ঠিক কে কে আছে, তা-ই যেন গবেষণার ব্যাপার। এআইএডিএমকেই যেমন এই সপ্তাহে এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা জানিয়েছে। তার ফলে, তামিলনাড়ু তথা দক্ষিণ ভারতে বিজেপি এক গুরুত্বপূর্ণ জোটসঙ্গী হারাল। অবশ্য পাশের রাজ্য কর্ণাটকে গেরুয়া শিবিরে জনতা দল (ধর্মনিরপেক্ষ)-এর সঙ্গে জোট বেঁধেছে। কিন্তু, সেই জোটের অস্বিস্তই বা ক'দিনের, তা নিয়েও রীতিমতো প্রশ্ন আছে। তার ওপর বিরোধী দলগুলোর ভাষায় বিজেপি 'সাম্প্রদায়িক'। আর, তাদের কর্ণাটকের জোটসঙ্গী 'ধর্মনিরপেক্ষ'।

Advertisment

আরও পড়ুন- ‘আফস্পা’য় স্বরাষ্ট্র মন্ত্রকের সিলমোহর! দেখে নিন, কোন অঞ্চলগুলোয় জারি হল

এর আগে ২০১৯ সালেই বিজেপি তার গুরুত্বপূর্ণ জোটসঙ্গী শিবসেনাকে হারিয়েছে। অবশ্য, নিন্দুকদের অভিযোগ যে শিবসেনাকে ভেঙে দিয়ে বিজেপি তার ক্ষতিপূরণ করেছে। ২০২২ সালে শিবসেনা ভেঙে গিয়েছে। একনাথ শম্ভাজি শিণ্ডের নেতৃত্বে শিবসেনার ৫৬ জনের মধ্যে ৩৯ জন বিধায়ক শিবসেনা নাম নিয়ে এনডিএতে ভিড়েছেন। দলের প্রতীকও তাঁদের কাছেই আছে। আর, যাঁর নেতৃত্বাধীন শিবসেনা ছিল বাজপেয়ী জমানার বিজেপির অন্যতম ভরসা, সেই বালাসাহেব ঠাকরের ছেলের নেতৃত্বাধীন সেনা তাদের প্রতীক খুইয়ে ফেলেছে। তারা, আছে বিজেপির বিরোধী শিবিরে। বাজপেয়ী জমানার অন্য যে জোটসঙ্গীকে নিয়ে বিজেপি গর্ব করত, সেই শিরোমণি অকালি দলও এখনও বিজেপির বিরোধী শিবিরে। ২০২০ সালে নরেন্দ্র মোদী সরকার বিতর্কিত কৃষি আইন চালু করেছিল। তা নিয়ে অকালি দলের সঙ্গে বিজেপির বিবাদ তুঙ্গে ওঠে। এনডিএ ছাড়ে অকালিরা। এখনও সেই সম্পর্ক মধুর হয়নি।

একসময় বিজেপির দীর্ঘসময়ের জোটসঙ্গী ছিল নীতীশ কুমারের নেতৃত্বাধীন সমতা পার্টি। সেই সমতা পার্টি কবেই উঠে গেছে। আর, নীতীশ কুমার নেতৃত্বাধীন সংযুক্ত জনতা দলও বিজেপির বিরোধী 'ইন্ডিয়া' ব্লকের অন্যতম স্তম্ভ। এনডিএতে বিজেপির এখন জোটসঙ্গী বলতে মূলত ছোট আঞ্চলিক দলগুলো। যেমন, ওমপ্রকাশ রাজভারের সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি, সঞ্জয় নিষাদের নিষাদ পার্টি, উত্তরপ্রদেশে অনুপ্রিয়া প্যাটেলের আপনা দল (সোনেলাল), জিতনরাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা, চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস), চিরাগের কাকা পশুপতি পারসের রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি, মহারাষ্ট্রের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আটাওয়ালে), হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালার জননায়ক জনতা পার্টি আর গোপাল কান্ডার হরিয়ানা জনহিত পার্টি। সেই হিসেবে এনডিএতে বিজেপি ছাড়া জাতীয়স্তরের আর কোনও দল নেই।

NDA modi Oppositions shiv sena
Advertisment