Advertisment

Dr. Manmohan Singh Death: মনমোহন সিংহের চিতাভস্ম বিসর্জনে কেন নেই কংগ্রেস, প্রশ্ন তুলতেই বিজেপিকে তুলোধোনা

Dr. Manmohan Singh Death: কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন যে বিজেপি কেবল রাজনৈতিক ফায়দা লাভের জন্য এই সব সস্তার রাজনীতি করছে। তিনি বলেছিলেন যে এই অনুষ্ঠানের শেষে সনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সহ শীর্ষ কংগ্রেস নেতৃত্ব সন্ধ্যায় প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের প্রতি শোক প্রকাশ করেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Manmohan Singh Memorial

মনমোহনের নামে স্মৃতিসৌধ! বিতর্কের ইতি টেনে বিরাট ঘোষণা মোদী সরকারের Photograph: (ফাইল ছবি)

Dr. Manmohan Singh Death: চিতাভস্ম বিসর্জন অনুষ্ঠানে সংবাদমাধ্যমের ক্যামেরা ছিল না বলে রাহুল গান্ধী তথা কংগ্রেসের কেউ হাজির ছিলেন না বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতা মনজিন্দর সিংহ সিরসা।

Advertisment

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চিতাভস্ম বিসর্জন অনুষ্ঠান ঘিরে কংগ্রেস বিজেপি তুমুল তরজা। সংবাদমাধ্যমের ক্যামেরা ছিল না বলে রাহুল গান্ধী তথা কংগ্রেসের কেউ হাজির ছিলেন না বলে অভিযোগ বিজেপির। এবার সেই অভিযোগের পাল্টা বিজেপিকে খোঁচা কংগ্রেসের। 

'দুই গজ জমিও দিতে ব্যর্থ সরকার', বিজেপির আক্রমণে পাল্টা মুখ খুলেছেন কংগ্রেস নেতা পবন খেরা। মনমোহন সিংয়ের ভস্ম বিসর্জন কর্মসূচিতে কংগ্রেসের অনুপস্থিতি নিয়ে বিজেপির তোলা প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি বলেন, যকংগ্রেস এই অনুষ্ঠানটিকে প্রাক্তন প্রধানমন্ত্রীর পারিবারিক বিষয় হিসাবে বিবেচনা করে গোপনীয়তাকে সম্মান দেখিয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের চিতাভস্ম বিসর্জন অনুষ্ঠানে কংগ্রেস নেতাদের অনুপস্থিতি নিয়ে ভারতীয় জনতা পার্টি অনেক প্রশ্ন তুলেছিল৷ বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছিল যে দল এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি সম্মান ও সংবেদনশীলতা দেখায়নি। এর প্রতিক্রিয়ায়, কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন যে বিজেপি কেবল রাজনৈতিক ফায়দা লাভের জন্য এই সব সস্তার রাজনীতি করছে। তিনি বলেছিলেন যে এই অনুষ্ঠানের শেষে সনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সহ শীর্ষ কংগ্রেস নেতৃত্ব সন্ধ্যায় প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের প্রতি শোক প্রকাশ করেছিলেন। পবন খেরা আরও বলেছেন যে মনমোহন সিংয়ের শেষকৃত্যে নিগমবোধ ঘাটে প্রচুর অব্যবস্থার সৃষ্টি হয়েছিল, যার কারণে পরিবারের সদস্যরাও সঠিকভাবে জায়গা পান নি।

Advertisment

বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে কংগ্রেস নেতা বলেছিলেন যে এটাই যদি আদানির মতো বড় ব্যবসায়ীর কোন অনুষ্ঠান হতো সরকার অবিলম্বে সমস্ত ব্যবস্থা করত, তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্য, সরকার এক গজ জমিও দিতে পারেনি। তিনি আরও প্রশ্ন তুলেছেন, এমন স্পর্শকাতর বিষয়ে বিজেপি সরকারের রাজনীতি করা উচিত কি না?

CONGRESS Manmohan Singh passes away Manmohan Singh bjp
Advertisment