মঞ্চ তৈরি। অমিত শাহের বদলি হিসাবে চলে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। হাজির মুকুল রায়, কৈলাস বিজবর্গীয়ও। হাওড়ার ডুমুরজলায় গেরুয়া শিবিরের মেগা যোগদান মেলার মঞ্চ প্রস্তুত। আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকবাবে পদ্ম পতাকা হাতে তুলে নেবেন রাজীব বন্দোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তীরা। থাকবেন বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা রুদ্রনীল ঘোষও। তবে, গেরুয়া সভায় আজ মধ্যমণি রাজীব বন্দ্যোপাধ্যায়ই। গতকালই চাটার্ড বিমানে দিল্লিতে গিয়ে অমিত শাহের বাড়িতে বিজেপিতে যোগ দেন তৃণমূলের পাঁচ নেতা সহ রুদ্রনীল ঘোষ। সশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালভাবে সভায় বক্তব্য রাখবেন অমিত শাহ।
বিজেপি সূত্রে খবর, এ দিন ডুমুরজলা স্টেডিয়ামের পদ্ম শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়ার যুব তৃনমূলের জেলা সভাপতি অরূপ রায় ঘনিষ্ঠ অনুপম ঘোষ, হাওড়া পুরসভার মেয়র পারিষদ বানী সিংহরায়ের। এ ছাড়াও হাওড়া পুরসভার একাধিক প্রাক্তন কাউন্সিলরের যোগদানের সম্ভাবনা রয়েছে বিজেপিতে। রুদ্রনীলের পরে বেশ কয়েকজন রূপোলি জগতের পরিচিত মুখও বিজেপিমুখী। তবে তাঁদের নাম খোলসা করা হয়নি। এদিনই তাঁরা বিজেপিতে যোদগান করেন কিনা সেটাই এখন দেখার।
অমিত শাহের ডুমুরজলার সভায় তৃণমূল ত্যাগীদের বিজেপিতে যোগদানের কথা ছিল। কিন্তু দিল্লি বিস্ফোরণের জেরে শেষ মুহূর্তে বাতিল হয় শাহের বাংলা সফর। তারপরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের অনুরোধে বিশেষ চার্টার্ড বিমানে দিল্লি উড়ে যান সদ্য তৃণমূল ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ পাঁচ নেতা। সন্ধ্যায় অমিত শাহের বাসভবনে বিজেপিতে যোগদান করেন তাঁরা। চার্টার্ড বিমানে জায়গা না হওয়ায় অন্য বিমানে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। এরপর রাতেই কলকাতা ফিরে আসেন সকলে।
'যেভাবেই হোক বাংলা চাই'। শনিবার বিজেপি যোগদানের পর প্রায় ১ ঘন্টা শাহের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়দের বৈঠকে এটাই ছিল মূল সুর। 'এবার বিজেপির চোখ বাংলা', গেরুয়া দলে যোগ দিয়েই হুঙ্কার দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন