বাংলার নির্বাচনী ফলের উপরই নির্ভর করছে গুজরাটে ভোটের নির্ঘন্ট!

এ রাজ্যে পদ্ম পাপড়ি মেললেই এগিয়ে আসতে পারে মোদীর রাজ্যের ভোট।

এ রাজ্যে পদ্ম পাপড়ি মেললেই এগিয়ে আসতে পারে মোদীর রাজ্যের ভোট।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাংলার ভোটের ফলের উপর নির্ভর করছে গুজরাটের ভাগ্য। এ রাজ্যে পদ্ম পাপড়ি মেললেই এগিয়ে আসতে পারে মোদীর রাজ্যের ভোট। গুজরাটের এক মন্ত্রীর কথায় সেই ইঙ্গিতই মিলছে।

Advertisment

বাংলায় এবার আট পর্যায়ে ভোট হচ্ছে। ফল ঘোষণা ২রা মে। গুজরাটে বিধানসভা ভোট রয়েছে ২০২২ সালের ডিসেম্বরে।

দক্ষিণ গুজরাটের ভালসাদে গুজরাটের বন ও আধিবাসী দফতরের মন্ত্রী রমন পাটকর সাংবাদিকদের বলেছেন, 'সর্বত্র বিজেপি জিতছে। এই সময়ই গুজরাটের ভোট নিয়ে দলের সংসদীয় বোর্ড, জাতীয় ও রাজ্য নেতৃত্বের ভাবা উচিত।' এরপরই তিনি বলেন, 'নজর এখন পশ্চিমবঙ্গের দিকে। যদি বিজেপি সেখানে জিতে যায়, তবে গুজরাটে অল্প দিনের ব্যবধানেই ভোট ঘোষণা করা উচিত।'

গেরুয়া শিবিরের পাখির চোখ এবার বাংলা। ভোট ঘোষণার পরই বঙ্গ জয়ে র লক্ষ্যে ব্রিগেডে প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী। আগামী ১১-১২ দিনের মধ্যে ফের প্রচারে আসবেন তিনি। এর আগে বারে বারেই এসেছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির 'চাণক্য' অমিত শাহরা। প্রচারে ঝাঁপিয়েছেন দলের কেন্দ্রীয় প্রায় সব নেতা ও বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রীরা। বাংলায় পদ্ম এবার পাপড়ি মেলতে পারে- এমনটাই আশা করছেন গেরুয়া দলের নেতারা।

Advertisment

এই প্রেক্ষাপটে গুজরাটের মন্ত্রীর মন্তব্য বেশ তাৎপর্যবাহী।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

gujrat West Bengal Election 2021