Advertisment

সৌমেন্দুকে পুরসভা থেকে অপসারণ, বছর শুরুতেই জবাব বিজেপির

"শুক্রবার ডরমেটরি মাঠে সাংগঠনিক সভা হবে। শুধু কাঁথি পুর এলাকার কার্যকর্তারা ওই সভায় হাজির থাকবেন।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কাঁথি পুরসভার প্রশাসনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর কাঁথির ডরমেটরি ময়দানে জনসভা করেছে তৃণমূল কংগ্রেস। সেই সভায় অধিকারী পরিবারের বিরুদ্ধে তোপ দেগেছেন ফিরহাদ হাকিম, সৌগত রায়সহ প্রত্যেক বক্তা। আগামীকাল, বছর শুরুর দিন সেই মাঠেই কাঁথি পুর এলাকা নিয়ে সাংগঠনিক সভা করবে বিজেপি। সূত্রের খবর, ওই সভায় কাঁথি পুরসভার একাধিক কাউন্সিলরসহ অন্য দলের অনেকেই বিজেপিতে যোগ দেবেন।

Advertisment

প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর পাল্টা নানা কর্মসূচি নিয়েছে তৃণমূল। অধিকারী পরিবার ছাড়া শক্তি যাচাই করতে কাঁথিতে জনসভা করেছে ঘাসফুল শিবির। ১ জানুয়ারী নন্দীগ্রামে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি বাতিল করা হয়েছে। এবার অধিকারীগড়ে পাল্টা প্রত্যাঘাত করতে শুরু করল বিজেপিও। পূর্বমেদিনীপুরে বিজেপির শক্তি বৃদ্ধি করাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। অবশ্যই মুখ্য ভূমিকায় অধিকারী পরিবার।

সৌমেন্দু অধিকারীকে কাঁথি পুরসভার প্রশাসনিক প্রধান পদ থেকে সরিয়ে দেওয়ার পর ফের রীতিমতো চ্যালেঞ্জের মুখে অধিকারীদের গড়। দিব্যেন্দু অধিকারী এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। বছরের প্রথম দিনই ডরমেটরি ময়দানের সাংগঠনিক সভায় কাঁথি পুরসভার ১৬ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে খবর।

কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "শুক্রবার ডরমেটরি মাঠে সাংগঠনিক সভা হবে। শুধু কাঁথি পুর এলাকার কার্যকর্তারা ওই সভায় হাজির থাকবেন। সেখানে কাউন্সিলর ছাড়াও অন্য দল থেকে পুর এলাকার অনেকেই বিজেপিতে যোগ দেবেন। এছাড়াও  বছরের প্রথম সপ্তাহেই পূর্ব মেদিনীপুরে একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Suvendu Adhikari bjp tmc
Advertisment