রাজ্যসভার ৬টি ফাঁকা আসনে উনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন। আগামী ৪ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ তামিলনাড়ু, অসম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের মোট ৬টি আসনে উপনির্বাচন হবে। উপনির্বাচনের দিনই ওই ৬ আসনে ভোটের ফলও ঘোষণা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর।
আগামী ৪ অক্টোবর তামিলনাড়ুর দুটি রাজ্যসভার আসনে উপনির্বাচন হবে। এরই পাশাপাশি ওই দিনই পশ্চিমবঙ্গ, অসম, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের একটি করে আসনে উপনির্বাচন হবে। বাংলা থেকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন মানস ভুঁইয়া।
একুশের নির্বাচনে মানস ভুঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করায় সাংসদ পদ ছাড়েন। ওই আসনে ফের উপনির্বাচন হবে। তৃণমূল সূত্রে খবর, মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনটিতে সুস্মিতা দেবকে প্রার্থী করতে পারে তৃণমূল। কয়েক সপ্তাহ আগেই অসমের শিলচরের এই প্রাক্তন কংগ্রেস সাংসদ যোগ দেন তৃণমূলে। সুস্মিতার মতো পোড়খাওয়া রাজীতিবদকে রাজ্যসভায় নিয়ে যেতে পারে তৃণমূল। অন্যদিকে মহারাষ্ট্রের রাজ্যসভার সাংসদ ছিলেন রাজীব সতভ। করোনা আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। সেই পদেও উপনির্বাচন আগামী ৪ অক্টোবর।
আরও পড়ুন- ‘দাদাগিরি’ এবার বড় পর্দায়, আসছে তাঁর বায়োপিক, নিজেই জানালেন সৌরভ
অসমের বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন বিশ্বজিৎ দাইমারি। ভোটে দাঁড়ানোর আগে তাঁকেও রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল। অসমের একটি রাজ্যসভার আসনে তাই ফের উপনির্বাচন করাবে কমিশন। রাজ্যসভার সাংসদ থাকাকালীন সম্প্রসারিত মোদী মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন থাওয়ারচন্দ গেহলত।
পরে যদিও তাঁকে কর্নাটকের রাজ্যপাল হিসেবে নিয়োগ করে কেন্দ্রীয় সরকার। গেহলটের ছেড়ে যাওয়া আসনেও উপনির্বাচন ৪ অক্টোবর। একইসঙ্গে তামিলনাড়ু দুই সাংসদ বিধানসভা ভোটে দাঁড়ানোর আগে পদত্যাগ করেছিলেন। ওই দুই কেন্দ্রেও তাই উপনির্বাচন করাচ্ছে কমিশন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন