বদলে গেল রাজস্থানে বিধানসভা ভোটের দিন। নির্বাচনের নয়া তারিখ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ২৩ নয়, ২৫ নভেম্বর হবে মরু রাজ্যের বিধানসভা ভোটগ্রহণ। তবে ভোট গণনা হবে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম ও তেলেঙ্গানার সঙ্গে ৩রা ডিসেম্বরই।
আচমকা কেন তারিখ বদল?
রাজস্থানের প্রায় সব রাজনৈতিক দলের আর্জির ভিত্তিতেই সেই রাজ্যে ভোট গ্রহণের দিন পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। ২৩ নভেম্বর রাজস্থানে প্রচুর বিয়ের অনুষ্ঠান রয়েছে। এদিকে গত সোমবার ওই দিনই বিধানসভা ভোটও ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ফলে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে বহু পরিবারকে। ভোটকর্মী এবং নিরাপত্তা বাহিনীদেরও রাখার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। যা নিয়ে বিভিন্ন দিকে চর্চা শুরু হয়। এরপরই রাজনৈতিক দলগুলোর থেকে ভোটের দিন বদলের আবেদন জমা পড়ে।
এরপরই কমিশন রাজস্থানের ভোটগ্রহণ পর্ব দু'দিন পিছিয়ে ২৫ নভেম্বর করে দিয়েছে।
ভোটের নির্ঘন্ট
নতুন ঘোষণা অনুসারে রাজস্থানের ভোটের বিজ্ঞপ্তি জারি হবে ৩০ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ নভেম্বর। ৭ নভেম্বর মনোনয়নপত্রের স্ক্রুটিনি পর্ব চলবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ নভেম্বর। ২৫ নভেম্বর ভোটগ্রহণ হবে। প্রচার শেষ হবে ২৩ নভেম্বর বিকেল ৪টেয়।
বাকি চার রাজ্যের ভোট
গত সোমবার ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান ও তেলেঙ্গানার আসন্ন বিধানসভা নির্বাচন সংক্রান্ত নির্ঘন্ট ঘোষণা করেছিল কমিশন। আগামী ৭ নভেম্বর ছত্তিশগড় ও মিজোরামে নির্বাচন হবে। ছত্তিশগড়ে দুই পর্বে ভোট হবে- প্রথমে ৭ নভেম্বর এবং তারপর ১৭ নভেম্বর৷ মধ্যপ্রদেশে ভোটগ্রহণ ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে৷ তেলেঙ্গানাতে যথাক্রমে ২৩ এবং ৩০ নভেম্বর ভোট হবে৷ সব রাজ্যের ভোটের গণনা হবে ৩ ডিসেম্বর।