পদ্ম-হাত টক্করে ভোটমুখী কর্ণাটকের প্রচার সরগরম। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে দু'দিন আগেই একটি জনসভায় প্রধানমন্ত্রীকে ‘নালায়ক’ বলে কটাক্ষ করেছিলেন। বিষয়টি ‘আপত্তিকর’ বলে বেজায় চটেছিল গেরুয়া শিবির। এহেন মন্তব্যের জন্য প্রিয়াঙ্ককে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছিল বিজেপি। অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনে। সেই অভিযোগের প্রেক্ষিতেই পদক্ষেপ করল কমিশন। কালাবুরাগি জেলার চিত্তোরপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্ক খাড়গেকে শোকজ নোটিস ধরাল কমিশন।
আজ (বুধবার) বাইলহঙ্গলে এক সমাবেশে বক্তৃতায়, প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসকে 'তুষ্টিকরণের রাজনীতি করার দায়ে' অভিযুক্ত করেছেন। মোদী বলেনস, 'কর্ণাটকের জনগণের কংগ্রেস এবং জেডি (এস)-এর শর্টকাট শাসন সম্পর্কে সতর্ক হওয়া উচিত।' পাশাপাশি বুধবার বিকেলেই, আনকোলার এক সমাবেশে, মোদী কংগ্রেসকে 'অপসংস্কৃতির' দায়ে অভিযুক্ত করেন। সেই সময় মোদী কংগ্রেস নেতাদের কটাক্ষ করে বলেন যে, কংগ্রেস নেতারা তাঁকে ঘৃণা করেন। তাঁর সম্পর্কে মন্দ শব্দ ব্যবহার করেন। কারণ, তিনি কংগ্রেসের 'দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা' ভেঙে ফেলেছেন।
মোদীর এই মন্তব্যের লক্ষ্য ছিলেন প্রিয়াঙ্ক খাড়গে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রিয়াঙ্ককে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোটিস পাঠানো হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে না, তা ৪ মে-এর মধ্যে প্রিয়াঙ্ককে কমিশনের কাছে জানাতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল নির্বাচন কমিশনে বিজেপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন। তিনি দাবি করেছেন যে ১০মে কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিততে চলেছে। আর, সেটা বুঝেই বিরোধী দল ক্ষিপ্ত হয়ে উঠেছে। আর, তারা প্রধানমন্ত্রীকে শেষ অবলম্বন হিসেবে আক্রমণ করছে।
আরও পড়ুন- ক্রেমলিনে পুতিনের ওপর ড্রোন হামলা ইউক্রেনের, ভয়ংকর দাবি রাশিয়ার, জবাব দেওয়ার হুঁশিয়ারি
গোয়েল জানিয়েছেন, ইতিমধ্যেই মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'বিষাক্ত সাপ' বলে উল্লেখ করেছেন। আর, তারপর তাঁর বিধায়ক-পুত্র প্রধানমন্ত্রীকে 'নালায়ক' (অযোগ্য) বলে আপত্তিকর মন্তব্য করেছেন। সেই সমস্ত বক্তব্য রেকর্ড করা অবস্থায় নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন গোয়েল।