/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/Abhishek-Banerjee.jpg)
ইডি-র গোয়েন্দাদের কাছে হাজিরা দেন অভিষেক।
আবার ডাকলে আসবেন বলেছিলেন। কিন্তু মাথানত করবেন না জানিয়েছিলেন। তাই ফের ইডি তলব করল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার। ফের দিল্লিতেই আগামী ২৯ মার্চ হাজিরা দিতে বলেছে ইডি। গত ২১ মার্চ, সোমবার রাজধানীতে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
সেদিন সকাল ১১টা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত প্রায় সাড়ে আট ঘণ্টা জেরা করা হয়েছিল অভিষেককে। ফের কবে তাঁকে ডাকা হবে সে বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি বলেছিলেন অভিষেক। তবে ডাকলে ফের আসবেন বলেছিলেন। সোমবারের পর তিনদিনের মাথায় ফের তলব করল ইডি। তাও ফের দিল্লিতেই।
সোমবার জেরার পর অভিষেক বলেছিলেন, এদিন অভিষেক বলেন, “আমার লুকানোর কিছু নেই। আমার বাড়ি থেকে ১০ কিমি দূরেই ইডি-র অফিস। কিন্তু আমাকে হেনস্তা করার জন্য ১৫০০ কিমি দূরে দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে। সারদা, রোজভ্যালিতে যাঁরা অভিযুক্ত তাঁদের কতবার ডেকেছে। তদন্তকারীদের আমি দোষ দিই না। আসুন গণতান্ত্রিক ভাবে লড়াই করি। আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার লোক। আবার ডাকলে আবার আসব, কিন্তু মাথা নত করব না।”
আরও পড়ুন কর্তব্যে গাফিলতি, বগটুই-কাণ্ডে সাসপেন্ড রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিক
অভিষেক আরও বলেন, ‘তদন্তকারী সংস্থা তাঁদের কাজ করছে, আমি সহযোগিতা করছি। ভাবছে আমি মাথা নত করব, আমি অন্য মেটেরিয়াল। ইডি-সিবিআইয়ের ভয়ে মাথা নত করব না। দেড় বছর আগে যা বলেছিলাম। আজও সেই কথাই বলছি। অভিযোগ প্রমাণ করতে পারলে, ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব। আমি মাথা নত করব না।’