scorecardresearch

‘মোদী সরকারের গুন্ডামি চরমে’, ইডি অভিযান নিয়ে কেন্দ্রকে আক্রমণ আপ নেতার

চরম আক্রমণ…

AAP, Arvind Kejriwal, BJP, delhi

আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং বুধবার দাবি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তার ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতে তল্লাশি জারি রেখেছে। সাংসদ সঞ্জয় সিং বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে অন্যান্য দলের নেতাদের সাথে দেখা করতে দিল্লির বাইরে রয়েছেন।

সঞ্জয় সিং টুইট করে লিখেছেন, ‘মোদির গুন্ডামি চরমে। স্বৈরাচারী মোদী সরকারের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। গোটা দেশের সামনে ইডি-র ভুয়ো তদন্ত ফাঁস । আজ ইডি আমার সহকর্মী অজিত ত্যাগী এবং সর্বেশ মিশ্রের বাড়িতে হানা দিয়েছে। সর্বেশের বাবা ক্যানসারে আক্রান্ত, মোদী সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবেই’।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও আপরাজ্যসভা সাংসদের এই টুইটটি রিটুইট করেছেন। এরপর থেকে আপ নেতার টুইট নিয়ে রাজনীতি চরমে পৌঁছেছে। রাজনৈতিক আলোচনা হওয়াও স্বাভাবিক। কারণ সঞ্জয় সিংয়ের বাড়িতে ইডি যখন হানা দেয়, তখন তিনি দিল্লির বাইরে ছিলেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিরোধী ঐক্য নিয়ে মঙ্গলবার থেকে কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে নতুন প্রচার শুরু করেছেন। একদিন আগে কলকাতায় পৌঁছে অরবিন্দ কেজরিওয়ালের দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অর্ডিন্যান্সের বিরুদ্ধে সমর্থনের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন সঞ্জয় সিংও। অরবিন্দ কেজরিওয়াল এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে আজকের বৈঠকে উপস্থিত থাকবেন আপ সাংসদ।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Ed conducts searches at residence of aap mp sanjay singhs associates in delhi liquor policy case