পি চিদাম্বরমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল ইডি

দিল্লি আদালত সিবিআই এনং ইডি-র দায়ের করা এয়ারসেল মাক্সিস মামলায় কংগ্রেস নেতা পি চিদাম্বরম এবং তাঁর পুত্র কার্তি চিদাম্বরমকে গ্রেফতার না করার অন্তর্বর্তী আদেশের মেয়াদ ১ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

দিল্লি আদালত সিবিআই এনং ইডি-র দায়ের করা এয়ারসেল মাক্সিস মামলায় কংগ্রেস নেতা পি চিদাম্বরম এবং তাঁর পুত্র কার্তি চিদাম্বরমকে গ্রেফতার না করার অন্তর্বর্তী আদেশের মেয়াদ ১ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আপাতত স্বস্তি। (ফাইল ছবি)

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বিরুদ্ধে এয়ারসেল-মাক্সিস অর্থ নয়ছয় কাণ্ডে চার্জশিট ফাইল করল ইডি। চিদাম্বরম ছাড়া আরও ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে চারজন মাক্সিস কোম্পানির কর্মী।

Advertisment

সিবিআইয়ের বিশেষ আদালতে আগামী ২৬ নভেম্বর চার্জশিট নিয়ে সিদ্ধান্ত হবে।

চিদাম্বরম এদিন টুইটারে মুখ খুলেছেন তদন্ত সংস্থার হাল নিয়ে। তিনি লিখেছেন, ‘‘গত ৪ বছর ধরে ধ্বংসের বীজ বপনের জন্য কে দায়ী?’’

Advertisment

আরও পড়ুন, সিবিআইয়ে রদবদল কতটা প্রভাব ফেলবে আসন্ন লোকসভা নির্বাচনে?

এর আগে দিল্লি আদালত সিবিআই এনং ইডি-র দায়ের করা এয়ারসেল মাক্সিস মামলায় কংগ্রেস নেতা পি চিদাম্বরম এবং তাঁর পুত্র কার্তি চিদাম্বরমকে গ্রেফতার না করার অন্তর্বর্তী আদেশের মেয়াদ ১ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। সংস্থাগুলির আইনজীবীর তরফে এ ব্যাপারে স্থগিতাদেশের আবেদন জানালে বিশেষ সিবিআই বিচারক ও পি সাইনি আগামী ১ নভেম্বর পর্যন্ত তা মুলতুবি রাখার নির্দেশ দেন।

এদিকে সিবিআইয়ের হাতে বিরোধী রাজনৈতিক দলগুলির নেতাদের বিরুদ্ধে প্রায় দু ডজন মামলা রয়েছে। এই মামলাগুলির মধ্যে আইএনএক্স মিডিয়া কাণ্ডে এবং ফরেন এক্সচেঞ্জ নিয়ম খর্ব করার কাণ্ডে নাম জড়িয়েছে কার্তি চিদাম্বরম এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের নাম।

Read Full Story in English

Enforcement Directorate P Chidambaram