Advertisment

Kharge on Modi: 'ব্রিটিশদের সঙ্গে লড়ে দেশের স্বাধীনতা এনেছে কংগ্রেস', বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান

সম্প্রতি দল ছেড়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক চৌহান। যা লোকসভা ভোটের আগে কংগ্রেসের কাছে এক বিরাট ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Mallikarjun Kharge

খড়গে বলেন, যে নেতারা দল ছেড়েছেন তাদের আদর্শের সঙ্গে আপস করছেন। (ফাইল)

সামনেই লোকসভা নির্বাচন। তার এগ দলীয় নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে ময়দানে নামলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার দলের নেতা-কর্মীদের ইডি এবং অন্যান্য কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ভয় না পাওয়ার অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি তিনি মোদী সরকারকে ফের একবার নিশানা করে বলেছেন, 'মোদী সরকার বিরোধী নেতাদের টার্গেট করতে এজেন্সির "অপব্যবহার" করছে'।

Advertisment

সম্প্রতি দল ছেড়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক চৌহান। যা লোকসভা ভোটের আগে কংগ্রেসের কাছে এক বিরাট ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেপ্রসঙ্গে খাড়গে বলেন, "কিছু নেতা মোদী সরকারের তদন্তের ভয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। কংগ্রেস ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছে এবং দেশের জন্য স্বাধীনতা এনেছে। কংগ্রেস নেতারা তাদের উপর সমস্ত চাপ থাকা না সত্ত্বেও কখনও তাদের আদর্শের সঙ্গে আপস করেনি”।

সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহানের বিরুদ্ধে ইডি এবং আয়কর অভিযান চালায়। তারপরই তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর কংগ্রেস অভিযোগ করেছিল যে ইডি এবং আয়করের চাপের কারণে তিনি দল ছেড়েছেন। খাড়গে বলেন, যে নেতারা দল ছেড়েছেন তাঁরা আদর্শের সঙ্গে আপস করছেন।

নির্বাচনী বন্ড প্রকল্পের বিষয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে খড়গে বলেন, "সুপ্রিম কোর্টের রায় সকলের প্রশংসা করা উচিত। এই রায়ের পিছনে রয়েছে কংগ্রেসের তথ্যের অধিকার আইন"।আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য দলকে আহ্বান জানিয়ে, খাড়গে বলেছেন, "এমভিএ ভারত ব্লকের অংশ হিসাবে মহারাষ্ট্রে কংগ্রেস একসঙ্গে বিজেপির বিরুদ্ধে নির্বাচনে লড়াই করবে৷ সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও ইন্ডিয়া জোট জাতীয় স্তরে একত্রিত রয়েছে এবং সমস্ত রাজ্যে নির্বাচনে জোট বিজেপির বিরুদ্ধে লড়বে৷ "

Mallikarjun Kharge
Advertisment