কয়লাকাণ্ডে ফের একবার ইডি-র তলব অভিষেক-পত্নীকে। সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব ইডি-র। স্ত্রী রুজিরার পাশাপাশি অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকেও তলব করেছে ইডি।
আগামিকাল দিল্লিতে ইডি-র দফতরে তলব করা হয়েছে রুজিরাকে। অন্যদিকে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে আগামী বৃহস্পতিবার তলব করেছে ইডি। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ইডি-র দফতরে হাজিরার কথা ছিল। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে এদিন কেন্দ্রীয় সংস্থায় হাজিরা এড়িয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।
কয়লাকাণ্ডে ফের অভিষেক বন্দ্যেপাাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ বুধবার সকাল ১১টায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। এর আগেও কয়লাকাণ্ডে অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে তলব করেছিল ইডি।
অভিষেক হাজিরা দিলেও হাজিরা এড়িয়েছিলেন তাঁর স্ত্রী রুজিরা। ছোট্ট সন্তানকে একা রেখে আসা সম্ভব নয় বলে জানিয়ে ইডি হাজিরা এড়িয়েছিলেন রুজিরা। তবে এবার ফের একবার তলবি চিঠি পেয়েছেন রুজিরা। রুজিরার পাশাপাশি তাঁর বোন মেনকা গম্ভীরকেও কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তলব করেছে ইডি। অভিষেকের শ্যালিকাকে আগামী বৃহস্পতিবার ইডির দফতরে তলব করা হয়েছে।
আরও পড়ুন- ব্যক্তিগত কারণ দেখিয়ে ইডি-র হাজিরা এড়ালেন অভিষেক
উল্লেখ্য, ইডি-র সমনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অভিষেক-রুজিরা। তাঁদের হয়ে সোমবার শীর্ষ আদালতে অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বল প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন। তবে প্রধান বিচারপতি এন ভি রামান্না সোমবার শুনানিতে রাজি হননি।
যেহেতু মামলার শুনানি হয়নি তাই মঙ্গলবার অভিষেক ইডি হাজিরা এড়িয়েছেন বলে মনে করা হচ্ছে। এদিন ইডির দফতরে না গেলেও আইনজীবী মারফত তাঁর গরহাজিরার কারণ জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সলম্পাদক। জানা গিয়েছে আইনজীবী মারফত ই-মেলে অভিষেক এদিন ইডি আধিকারিকদের জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি আজ ইডি দফতরে হাজিরা দিতে পারছেন না।
এর আগে গত ২১ মার্চ ইডি দফতরে ম্যারাথন জেরা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। টানা সাড়ে আট ঘণ্টা জেরা শেষে বেরিয়ে অভিষেক বলেছিলেন, “আমার লুকোনর কিছু নেই। আমার বাড়ি থেকে ১০ কিমি দূরেই ইডি-র অফিস। কিন্তু আমাকে হেনস্থা করার জন্য ১৫০০ কিমি দূরে দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে। সারদা, রোজভ্যালিতে যাঁরা অভিযুক্ত তাঁদের কতবার ডেকেছে। তদন্তকারীদের আমি দোষ দিই না। আসুন গণতান্ত্রিক ভাবে লড়াই করি। আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার লোক। আবার ডাকলে আবার আসব, কিন্তু মাথা নত করব না।”