গতকালই দিল্লির এক আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান কেজরিওয়াল। এখনও ২৪ ঘন্টা পেরোয়নি। তার আগে ফের ইডির সমন। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে নবম সমন পাঠিয়েছে ইডি। পাশাপাশি দিল্লি জল বোর্ড মামলায় মুখ্যমন্ত্রীকে ১৮ মার্চ ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরে, আম আদমি পার্টি দাবি করেছে 'ভোটের আগে কেজরিওয়ালকে গ্রেফতারিই মোদীর এক মাত্র লক্ষ্য। দিল্লির কথিত আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে।
এদিকে সমন পাওয়া মাত্র বিজেপিকে নিশানা করে এক সাংবাদিক সম্মেলন ডেকে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে আম আদমি পার্টি। দিল্লি সরকারের মন্ত্রী ও আম আদমি পার্টির অন্যতম হেভিওয়েট নেত্রী অতীশি বলেছেন যে 'গতকাল অর্থাৎ ১৬ ই মার্চ সন্ধ্যায় মোদীজির ইডি কেজরিওয়ালকে আরেকটি সমন পাঠিয়েছে'। অতীশি বলেন, 'সিবিআই এবং ইডি মোদীজির গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে। মোদীজির এই গুন্ডারা একের পর এক বিরোধী নেতাদের টার্গেট করছে'।
'এটা বিজেপির ব্যাকআপ কৌশল'
সাংবাদিক সম্মেলনে অতীশি আরও দাবি করেন, 'মদ কেলেঙ্কারির পর কি নতুন এই দিল্লি জল বোর্ড ইস্যু যার মাধ্যমে কেজরিওয়ালকে ভোটের আগে টার্গেট করছে মোদী সরকার। প্রধানমন্ত্রী মোদী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি মামলায় গ্রেফতার করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিতেই অপর এক মামলায় কেজরিওয়ালকে তলব করেছে ইডি। এটা বিজেপির ব্যাকআপ কৌশল, যার মাধ্যমে বিজেপি ভোটের আগে কেজরিওয়ালকে জেলবন্দী করতে চাইছে' ।
অতীশি বলেছেন, 'এখন আদালতের কাজ হল এটা তদন্ত করে দেখা যে যে ইডি যে সমন পাঠাচ্ছে সেগুলি বৈধ কিনা। প্রধানমন্ত্রী তদন্তে সত্যকে পাত্তা দেন না, কেবল নির্বাচনের আগে কেজরিওয়ালকে জেলে ঢোকাতে চান'। তিনি আরও বলেন, 'মোদী এবং তার বিজেপি আদালত, গণতন্ত্র বা ন্যায়বিচারের কথা চিন্তা করেন না। তারা শুধু ভোটের চিন্তা করে। এবং কীভাবে বিরোধী দলকে আটকানো যায়, কীভাবে দিল্লি দখল করা যায় সেটাই তাদের লক্ষ্য'।
আরও পড়ুন : Dilip Ghosh on TMC: ‘কেন্দ্র বঞ্চনা করলে ওদের এত বাড়ি-গাড়ি হল কী করে’, তৃণমূলকে ‘দুচ্ছাই’ দিলীপের!