মহারাষ্ট্রে সরকারে টালমাটাল অব্যাহত। এনসিপি নেতা অজিত পাওয়ারের পরিকল্পনা নিয়ে গুঞ্জনের মধ্যেই মুখ খুলল একনাথ শিণ্ডের শিবির। মুখ্যমন্ত্রী শিণ্ডের ঘনিষ্ঠ তথা শিণ্ডে সেনার মুখপাত্র ও বিধায়ক সঞ্জয় শিরসাত বুধবার মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন যে অজিত পাওয়ার সেনা অথবা বিজেপিতে যোগ দিলে তাঁরা স্বাগত জানাবেন। তবে যদি অজিত পাওয়ারের অনুগত বিধায়করাও তাঁর সঙ্গে এনসিপি ছেড়ে বিজেপিতে যোগ দেন, তবে শিণ্ডে সেনা মহারাষ্ট্র সরকার থেকেই সরে যাবে।
এই ব্যাপারে শিরসাত বলেন, 'অজিত পাওয়ার এনসিপিতে থাকতে চান না। কারণ, এখন এনসিপিতে অস্থিরতা চলছে। যেমন অস্থিরতা অবিভক্ত শিবসেনাতে ছিল। অজিত পাওয়ার উদ্ধব ঠাকরের নেতৃত্বকে মানতে পারছেন না। আর তিনি এনসিপিতে থাকতে চান না। কারণ, আমার মনে হয় যে এনসিপিতে অজিত পাওয়ারের কোনও স্বাধীনতা নেই। তিনি যদি এনসিপি ছেড়ে বিজেপি এবং আমাদের শিবসেনায় যোগ দিলে তাঁকে আমরা অবশ্যই স্বাগত জানাব। কিন্তু, তিনি যদি বিধায়কদের একটি অংশকে নিয়ে মহারাষ্ট্র সরকারে যোগ দেন, তবে আমরা এই সরকারে থাকব না।'
শিরসাত বলেন যে শিবসেনা দেখেছে কীভাবে এনসিপি তার মিত্রদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাই তাঁর দল শিণ্ডে সেনা মোটেও এনসিপির সঙ্গে ক্ষমতা ভাগ করবে না। এই ব্যাপারে শিরসত বলেন, 'আমরা মহাবিকাশ আঘাড়ি জোট সরকার বা এমভিএ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ জনগণ আমাদের কংগ্রেস বা এনসিপির সঙ্গে দেখতে চায় না। আমরা কংগ্রেস-এনসিপি ত্যাগ করেছি। কারণ, আমরা তাদের সঙ্গে থাকতে চাইনি।' শিরসত জানিয়েছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অজিত পাওয়ারের ছেলে পার্থ হেরে গিয়েছেন। তারপরই এনসিপির সম্পর্কে অজিত পাওয়ার বীতশ্রদ্ধ।
আরও পড়ুন- ফের মহারাষ্ট্রে দলবদল? অজিত পাওয়ারের কর্মসূচি বাতিল ঘিরে তীব্র জল্পনা!
শিণ্ডে সেনার মুখপাত্রের এই বিবৃতি আসলে বিজেপির প্রতি একটি সতর্কবার্তা। অজিত পাওয়ার ইস্যুতে পরিস্থিতি বদলালে যে মহারাষ্ট্র সরকারের ওপরও চাপ বাড়বে, এটা আসলে সেই সতর্কবাণী। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।