Advertisment

Election Results 2022 Updates: অখিলেশের চ্যালেঞ্জ ফুৎকারে ওড়ালেন যোগী, পঞ্জাব জয় AAP-এর, বাকি ৩ রাজ্যেও ক্ষমতা ধরে রাখল BJP

Election Results 2022 Today Live Updates, Uttar Pradesh (UP), Uttarakhand (UK), Manipur, Goa, Punjab Elections 2022 Results Live News: পাঁচ রাজ্যের চারটিতেই গেরুয়া ঝড়। উত্তর প্রদেশে গেরুয়া ঝড়ে ধুয়ে-মুছে সাফ কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
Election Results 2022 Live Updates

Election Results 2022 Live News: আজ পাঁচ রাজ্যের ভোটের ফল প্রকাশ।

Uttar Pradesh (UP), Uttarakhand (UK), Manipur, Goa, Punjab Election Results 2022 Live News Updates: পাঁচ রাজ্যের চারটিতেই গেরুয়া ঝড়। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুরে ক্ষমতা দখল বিজেপির। কংগ্রেসের থেকে পঞ্জাব ছিনিয়ে নিল কেজরির দল আপ। সব মিলিয়ে '২৪-এর লোকসভা নির্বাচনের আগে হাসি চওড়া মোদী-শাহ-নাড্ডার।

Advertisment

২৪-এর লোকসভা ভোটের আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকেই কার্যত সেমিফাইনাল ধরে এগোচ্ছিল গেরুয়া শিবির। সেমিফাইনালের বিপুল সাফল্য পদ্ম শিবিরকে আগামী লোকসভা ভোটের আগে বাড়তি অক্সিজেন জোগাল।

উত্তর প্রদেশে ফের একবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখলের পথে বিজেপি। যোগী আদিত্যনাথেই ভরসা রাখল গো-বলয়ের সবচেয়ে বড় এই রাজ্য। উত্তর প্রদেশের দ্বিতীয় বৃহত্তম দল সমাজবাদী পার্টি। এবারের ভোটে কার্যত ধুয়ে-মুছে সাফ কংগ্রেস। মায়বতীর বহুজন সমাজবাদী পার্টির অবস্থাও শোচনীয়।

উল্টোদিকে, গোয়ায় সংখ্যা গরিষ্ঠতা না পেলেও বৃহত্তম দল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে বিজেপি। ৪০ আসনের গোয়া বিধানসভা ভোটে বিজেপির দখলে ২০টি আসন। কংগ্রেস পেয়েছে ১২টি আসন। গেয়ায় গত ৬ মাস ধরে কার্যত মাটি আঁকড়ে পড়েছিল তৃণমূল। দফায়-দফায় গোয়া গিয়েছেন তৃণমূলের নেতারা। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার উড়ে গিয়েছেন গোয়ায়। লাভ হয়নি। ভোটের ফলে দেখা যাচ্ছে তৃণমূল জোট গোয়ায় পেয়েছে ২টি আসন। কেজরির দল আপ গোয়ায় ২টি আসন পেয়েছে। সমুদ্র রাজ্য গোয়ায় ফের একবার সরকার গঠনের পথে বিজেপি।

উত্তরাখণ্ডেও গেরুয়া ঝড়। ৭০ বিধানসভা আসনের ৪৮টিতেই জয়ী বিজেপি। কংগ্রেস জয় পেয়েছে ১৮টি আসনে। এই রাজ্যেও ফের একবার ক্ষমতায় বিজেপি। এছাড়া মণিপুরেও ৩০ আসনে জয় পেয়ে বিপুল সাফল্য বিজেপির। ব্যতিক্রম শুধুই পঞ্জাব। কংগ্রেসের থেকে পঞ্জাব ছিনিয়ে নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ। পঞ্জাবের ৯২ আসনে জয় পেয়ে ক্ষমতায় এল অরবিন্দ কেজরিওয়ালের দল আপ।

  • Mar 10, 2022 17:31 IST
    নতুন গোয়া বিধানসভায় ঢুকতে চলেছেন তিন দম্পতি

    নতুন গোয়া বিধানসভায় মোট ৪০ সদস্যের মধ্যে এবার তিন জোড়া স্বামী-স্ত্রী থাকবেন। বিদায়ী বিজেপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে এবং তাঁর স্ত্রী দিভিয়া যথাক্রমে ভালপোই এবং পোরিয়াম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। কংগ্রেসের মাইকেল লোবো ক্যালাঙ্গুট থেকে জিতেছেন। তাঁর স্ত্রী ডেলিলাও কংগ্রেসের টিকিটে সিওলিম কেন্দ্র থেকে জিতেছেন। বিজেপির আতানাসিও মনসেরাত্তে পানাজি থেকে জিতেছেন এবং তাঁর স্ত্রী জেনিফার তালেইগাও থেকে বিজেপির টিকিটে জিতেছেন। এমনই খবর সংবাদসংস্থা পিটিআই সূত্রে।



  • Mar 10, 2022 17:17 IST
    চার রাজ্যে গেরুয়া ঝড়, দেশজুড়ে সেলিব্রেশন বিজেপির



  • Mar 10, 2022 17:05 IST
    AAP-এর দিল্লির কার্যালয়ে উৎসবের মেজাজ



  • Mar 10, 2022 16:55 IST
    পঞ্জাব হাতছাড়া কংগ্রেসের, দুই কেন্দ্রেই হারলেন চান্নি

    পঞ্জাবের দুই কেন্দ্রেই পরাজিত হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। চমকৌর সাহেব এবং ভাদৌর কেন্দ্রে পরাজিত চান্নি।



  • Mar 10, 2022 16:45 IST
    মোহালির ৩টি আসনই AAP-এর দখলে

    পঞ্জাবের মোহালির তিনটি আসনেয জয়ী আম আদমি পার্টি। AAP-এর কুলবন্ত সিং মোহালি থেকে, কুলজিত রান্ধাওয়া ডেরাবাসি থেকে এবং আনমোল গগন মান খারর থেকে জিতেছেন।



  • Mar 10, 2022 16:43 IST
    প্রতিষ্ঠান-বিরোধিতা কাটানাে গেল না', পঞ্জাবের ফল নিয়ে মন্তব্য সুরজেওয়ালার

    পঞ্জাব হাতছাড়া কংগ্রেসের। পঞ্জাবে দলের এই ভরাডুবি প্রসঙ্গে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, ''কংগ্রেস ভূমিপুত্র চরণজিৎ সিং চান্নির মাধ্যমে একটি নতুন নেতৃত্ব তুলে এনেছিল। তবে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের নেতৃত্বে পঞ্জাবে সাড়া চার বছরের প্রতিষ্ঠান-বিরোধিতার স্বর কাটিয়ে উঠতে পারিনি। তাই মানুষ পরিবর্তনের জন্য AAP-কে ভোট দিয়েছেন।''



  • Mar 10, 2022 16:43 IST
    প্রতিষ্ঠান-বিরোধিতা কাটানাে গেল না', পঞ্জাবের ফল নিয়ে মন্তব্য সুরজেওয়ালার

    পঞ্জাব হাতছাড়া কংগ্রেসের। পঞ্জাবে দলের এই ভরাডুবি প্রসঙ্গে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, ''কংগ্রেস ভূমিপুত্র চরণজিৎ সিং চান্নির মাধ্যমে একটি নতুন নেতৃত্ব তুলে এনেছিল। তবে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের নেতৃত্বে পঞ্জাবে সাড়া চার বছরের প্রতিষ্ঠান-বিরোধিতার স্বর কাটিয়ে উঠতে পারিনি। তাই মানুষ পরিবর্তনের জন্য AAP-কে ভোট দিয়েছেন।''



  • Mar 10, 2022 16:34 IST
    পুরে দেশ মে ইনকিলাব হোগা', পঞ্জাব বিজয়ে উচ্ছ্বসিত কেজরি

    পঞ্জাব বিজের পর উচ্ছ্বসিত অরবিন্দ কেজরিওয়াল। এদিন তিনি বলেন, ''পহেলে দিল্লি মে ইনকিলাব হুয়া, ফির পাঞ্জাব মে ইনকিলাব হুয়া, ইসকে বাদ পুরে দেশ মে ইনকিলাব হোগা।'' কেজরিওয়াল আরও বলেন, "সবাই AAP-এর বিরুদ্ধে একজোট হয়েছিল। ওঁরা বলেছিলেন, কেজরিওয়াল একজন সন্ত্রাসী। দেশের মানুষ এখন বলছেন, যে কেজিরওয়াল সন্ত্রাসবাদী নন, তিনিই প্রকৃত দেশভক্ত।"



  • Mar 10, 2022 16:22 IST
    ভোটের এই ফল থেকে শিক্ষা নেব', টুইট রাহুল গান্ধীর

    পাঁচ রাজ্যে ভরাডুবি কংগ্রেসের। দলের এই ধুয়ে মুছে সাফ হওয়া প্রসঙ্গে টুইটে রাহুল গান্ধী লিখেছেন, "জনগণের রায়কে বিনীতভাবে গ্রহণ করুন। যাঁরা জিতেছেন তাঁদের জন্য শুভকামনা। কঠোর পরিশ্রম এবং উত্সর্গের জন্য কংগ্রেস কর্মী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমরা এটি থেকে শিখব এবং ভারতের জনগণের স্বার্থে কাজ করে যাব।"



  • Mar 10, 2022 16:18 IST
    লখনউতে ৩টি আসনে পিছিয়ে বিজেপি

    উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের ৩ কেন্দ্রে পিছিয়ে বিজেপি। লখনউ উত্তর, লখনউ সেন্ট্রাল এবং মোহনলালগঞ্জ সহ তিনটি আসনে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। এই তিনটি আসনেই এগিয়ে রয়েছে সমাজবাদী পার্টি (এসপি)।



  • Mar 10, 2022 16:14 IST
    AAP-এর গুরমিত সিং খুদিয়ানের কাছে হার প্রকাশ সিং বাদলের

    পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিরোমনি আকালি দলের (এসএডি) নেতা প্রকাশ সিং বাদল লাম্বি আসন থেকে ১১ হাজার ৩৫৭ ভোটে হেরেছেন। তাঁর ছেলে এবং এসএডি সভাপতি সুখবীর সিং বাদলও জালালাবাদ কেন্দ্র থেকে ৩১ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন।



  • Mar 10, 2022 16:14 IST
    AAP-এর গুরমিত সিং খুদিয়ানের কাছে হার প্রকাশ সিং বাদলের



  • Mar 10, 2022 16:09 IST
    জনগণের রায় মেনে নিন', টুইট চান্নির

    পঞ্জাব দখল আম আদমি পার্টির। এখনও পর্যন্ত ৯২ আসনে এগিয়ে কেজরির দল আপ। ইতিমধ্যেই ৫৪টি আসনে আপ প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। ৩৮টিতে এগিয়ে রয়েছে আপ। পঞ্জাবের এই রায় নম্রভাবে প্রত্যেককে মেনে নিতে আবেদন জানিয়েছেন পাঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। একইসঙ্গে তিনি অভিনন্দন জানিয়েছেন আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মানকে।



  • Mar 10, 2022 16:03 IST
    লুধিয়ানা পশ্চিমে জয়ী AAP

    পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম থেকে জয়ী AAP-এর গুরপ্রীত গোগী।



  • Mar 10, 2022 14:53 IST
    দেশের কোন রাজ্যে কোন দল ক্ষমতায়?



  • Mar 10, 2022 14:47 IST
    উত্তরপ্রদেশে আরও কমলো কংগ্রেস

    উত্তরপ্রদেশে গতবারের থেকেও এবার খারাপ ফল করল কংগ্রেস। ৭টি আসন থেকে এবার কংগ্রেস নেমে এল মাত্রা ১টি আসনে। ২০১৭ সালে এই রাজ্যে কংগ্রেস পেয়েছিল প্রায় ৬ শতাংশ ভোট। আর এবার তা কমে হয়েছে ২.৪ শতাংশ ভোট। উত্তরপ্রদেশে যোগী সরকারকে ফেলতে প্রিয়াঙ্কা গান্ধী এবার উত্তরপ্রদেশে ১৬০টির বেশি সমাবেশ ও ৪০টির বেশি রোড শো করেছিল। কিন্তু তাতেও কাজের কাজ হল না।



  • Mar 10, 2022 14:10 IST
    আজ, আমরা তাঁদের ক্ষমা করছি', বিরোধীদের আক্রমণ নিয়ে বললেন মান

    পঞ্জাবে গোটা নির্বাচন পর্বে তাঁকে ও কেজরিওয়ালকে নিশানা করে একের পর এক মন্তব্য করেছে বিরোধীরা। তবে পঞ্জাবে এবার AAP ক্ষমতায় ফেরায় আর অতীত মনে রাখতে চান না ভাগবন্ত মান। বরং সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পঞ্জাবের উন্নয়নেই তাঁর সরকার কাজ করবে বলে আশ্বাস মানের। এদিন তিনি বলেন, ''আপনারা দেখেছেন কীভাবে বিরোধীরা ব্যক্তিগত আক্রমণ করেছে। অবমাননাকর মন্তব্য করে অরবিন্দ কেজরিওয়াল এবং আমাকে আক্রমণ করা হয়েছে। তবে আজ আমি তাঁদের বলতে চাই, যে ধরনের ভাষা আপনারা ব্যবহার করেছিলেন তা আবার করতে আপনাদর স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের এবং আমাদের পরিবার সম্পর্কে ব্যক্তিগত আক্রমণ করেছেন। কিন্তু স্পষ্টতই পাঞ্জাবের মানুষ এটি পছন্দ করেনি। আজ আমরা তাঁদের ক্ষমা করছি। কিন্তু এখন থেকে তাঁদেরও ৩ কোটি পাঞ্জাববাসীকে সম্মান করতে হবে।''



  • Mar 10, 2022 14:01 IST
    বিজেপিই সরকার গড়ছে গোয়ায়: প্রমোদ সাওয়ান্ত

    বিজেপিই সরকার গড়ছে গোয়ায়। কর্মীদের ধন্যবাদ জানিয়ে দাবি জানালেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।



  • Mar 10, 2022 13:58 IST
    পাঞ্জাবের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে: ভগবন্ত মান

    পাঞ্জাবে বিপুল জয় আম আদমি পার্টির। দলের বিরাট এই সাফল্যে উচ্ছ্বসিত আপ-এর মুখ্যমন্ত্রীর মুখ ভগবন্ত মান। তিনি বলেন, ''AAP-কে রাজ্যের জন্য কাজ করার সুযোগ দেওয়ার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। রাজ্যের বেকারত্ব দূর করতে আমি প্রথম দিন থেকে কাজ করব। কেজরিওয়াল ভবিষ্যদ্বাণী করেছিলেন, মুখ্যমন্ত্রী চান্নি, নভজ্যোত সিং সিধু এবং মাজিথিয়া হেরে যাচ্ছেন। পাঞ্জাবের জনগণ অবাঞ্ছিত নেতাদের ঝাড়ু দিতে ঝাড়ু ব্যবহার করেছেন। এখন আমাদের দায়িত্ব পালনের সময় এসেছে।''



  • Mar 10, 2022 13:41 IST
    চার রাজ্যেই বাজিমাত, '২৪-এর আগে 'বুস্টার ডোজ' বিজেপির



  • Mar 10, 2022 13:36 IST
    অস্তাচলে বসপা? ফলের ট্রেন্ডে ধুঁকছে মায়াবতীর দল

    দেশের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী তিনি। তবে এবারের নির্বাচনে উত্তর প্রদেশের রাজনীতিতে সর্বনিম্ন স্থানে পৌঁছতে চলেছে তাঁর দল। বৃহস্পতিবার ভোটের ফল গণনার দুপুর পর্যন্ত মায়বাতীর বিএসপি মাত্র পাঁচটি আসনে এগিয়ে রয়েছে। তাদের ভোটের হার ১২.৮৪ শতাংশ। এই দলটিই ২০০৭ সালে ২০৬টি আসন নিয়ে সরকার গড়েছিল। ২০০৭-এ বিএসপি উত্তর প্রদেশে ৩০.৪৩ শতাংশ ভোট পেয়েছিল। ২০১২ সালে ধ্বস নামে বসপা-র ভোট ব্যাঙ্কে। সেবারও ২৬ শতাংশ ভোট পেয়েছিল বসপা। ২০১৭-এর নির্বাচনে মায়বাতীর দল ২২.৩৩ শতাংশ ভোট পেয়ে ১৯টি আসনে জয় পেয়েছিল।



  • Mar 10, 2022 13:26 IST
    পঞ্জাবে AAP কর্মী-সমর্থকদের উল্লাস



  • Mar 10, 2022 13:11 IST
    অযোধ্যা, কাশী এবং মথুরায় গেরুয়া ঝড়

    অযোধ্যা, বারাণসী এবং মথুরার ১৮টি আসনের মধ্যে বিজেপি ১৪টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপির বন্ধু দল আপনা দল (সোনেলাল) একটি আসনে সামান্য ভোটে এগিয়ে রয়েছে। তিনটি আসনে এগিয়ে রয়েছে সমাজবাদী পার্টি (এসপি)। ভোটের ট্রেন্ড বলছে, বিজেপি মথুরার পাঁচটি বিধানসভা আসনেই এগিয়ে রয়েছে। সেগুলি হল, ছাতা, মান্ত, গোবর্ধন, মথুরা এবং বলদেব। অন্যদিকে, অযোধ্যায় অযোধ্যা, রুদৌলি ও বিকাপুরে এগিয়ে বিজেপি। সমাজবাদী পার্টি এই আসনগুলিতে পিছিয়ে থাকলেও মিল্কিপুর ও গোসাইনগঞ্জের অন্য দুটি আসনে তাঁদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। উল্টোদিকে, বারাণসী জেলার আটটির মধ্যে পিন্দ্রা, আজগরা, শিবপুর, বারাণসী উত্তর, বারাণসী ক্যান্টনমেন্ট, বারাণসী দক্ষিণ এবং সেবাপুরি সহ সাতটিতেই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন।



  • Mar 10, 2022 13:06 IST
    বিজয় মিছিলে নিষেধাজ্ঞা তুলল কমিশন

    বৃহস্পতিবার যে পাঁচটি রাজ্যের ভোট গণনা চলছে সেখানে বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। একটি বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, 'এই রাজ্যগুলিতে করোনার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে গণনার সময় এবং পরে বিজয় মিছিলের নির্দেশিকা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।"



  • Mar 10, 2022 13:00 IST
    উত্তর প্রদেশ: পিছিয়ে উপ-মুখ্যমন্ত্রী মৌর্য, পিছিয়ে কংগ্রেস নেতা লাল্লু

    উত্তর প্রদেশে প্রত্যাবর্তমনের পথে বিজেপি। তবে এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সিরাথু আসন থেকে প্রায় ৩,০০০ ভোটে পিছিয়ে রয়েছেন। অন্যদিকে, উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি অজয়​কুমার লাল্লু তমকুহি রাজ আসন থেকে পিছিয়ে রয়েছেন।



  • Mar 10, 2022 12:57 IST
    চার রাজ্যেই গেরুয়া ঝড়



  • Mar 10, 2022 12:55 IST
    উত্তর প্রদেশে বিপুল সাফল্যে উচ্ছ্বসিত বিজেপি কর্মীরা



  • Mar 10, 2022 12:52 IST
    মানুষের কণ্ঠ ঈশ্বরের কণ্ঠস্বর', AAP-এর জয় নিয়ে টুইট সিধুর

    ''জনগণের কণ্ঠ ঈশ্বরের কণ্ঠস্বর। নম্রভাবে পাঞ্জাবের জনগণের আদেশ গ্রহণ করুন।'' পঞ্জাবে AAP-এর সাফল্য নিয়ে টুইট প্রদেশ কংগ্রেস সভাপচি নভজ্যোত সিং সিধুর।



  • Mar 10, 2022 12:35 IST
    পঞ্জাব দখলের পথে AAP, 'রাজ্যে বিপ্লব এসেছে', বললেন কেজরি

    'পাঞ্জাবের রাজনীতিতে একটি বিপ্লব', রাজ্যে ক্ষমতায় ফেরার পথ মসৃণ হতেই বললেন অরবিন্দ কেজরিওয়াল। টুইটে পাঞ্জাবের জনগণকে ধন্যবাদ জানলেন দিল্লির মুখ্যমন্ত্রী।



  • Mar 10, 2022 12:31 IST
    পঞ্জাব দখলের পথে AAP, 'রাজ্যে বিপ্লব এসেছে', বললেন কেজরি

    'পাঞ্জাবের রাজনীতিতে একটি বিপ্লব', রাজ্যে ক্ষমতায় ফেরার পথ মসৃণ হতেই বললেন অরবিন্দ কেজরিওয়াল। টুইটে পাঞ্জাবের জনগণকে ধন্যবাদ জানলেন দিল্লির মুখ্যমন্ত্রী।



  • Mar 10, 2022 12:20 IST
    লখিমপুর খেরিতে ৮ আসনের মধ্যে ৭টিতেই এগিয়ে BJP

    উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলার আটির মধ্যে ৭টি আসনেই এগিয়ে বিজেপি প্রার্থীরা। লখিমপুর খেরি জেলার মাত্র একটি আসনে এগিয়ে রয়েছে সমাজবাদী পার্টি। নিঘাসন কেন্দ্র, যে কেন্দ্রের টিকুনিয়ায় কৃষকদের উপর নৃশংস সেই হামলার ঘটনা ঘটে সেখানেও বিজেপির শশাঙ্ক ভার্মা প্রায় ৪০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। ওই কেন্দ্রে সপার আর এস কুশওয়াহা ২৪ হাজার ৫২৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। ওই কেন্দ্রের ঠিক পাশের আসনটিতেও বিজেপি প্রার্থী ৩৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন।



  • Mar 10, 2022 12:00 IST
    বারাণসীর দুটি আসনে এগিয়ে BJP, সপা এগিয়ে ১টিতে

    বারাণসীর দুটি কেন্দ্রে বিজেপি প্রার্থীরা এগিয়ে। বারাণসী ক্যান্টনমেন্ট এবং বারাণসী উত্তরের দুটি আসনে এগিয়ে পদ্ম প্রার্থীরা। তবে বারাণসী দক্ষিণে পিছিয়ে রয়েছেন গেরুয়া দলের প্রার্থী। ওই কেন্দ্রে সপা প্রার্থী কিষাণ দীক্ষিত ৬ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। বারাণসী ক্যান্টনমেন্ট আসনে বিজেপির সৌরভ শ্রীবাস্তব প্রায় ৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন. রবীন্দ্র জয়সওয়াল উত্তর বারাণসীতে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।



  • Mar 10, 2022 11:48 IST
    উত্তর প্রদেশে ২৬৪ আসনে এগিয়ে BJP

    ফের একবার উত্তর প্রদেশে ক্ষমতায় ফিরতে চলেছে গেরুয়া শিবির। গো-বলয়ের সবচেয়ে বড় রাজ্যে ফের যোগী-রাজ ফেরার ইঙ্গিত স্পষ্ট। এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে উত্তর প্রদেশের ২৬৪টি আসনে, সমাজবাদী পার্টি এগিয়ে ১২৬টি আসনে।



  • Mar 10, 2022 11:44 IST
    কেন AAP-এ আস্থা পাঞ্জাববাসীর?

    পাঞ্জাবে চমকপ্রদ উত্থান হতে চলেছে আম আদমি পার্টির। গণনার শুরু থেকেই বেশিরভাগ আসনে এগিয়ে আপ। গত সাত দশক ধরে পঞ্চ নদের তীরের রাজ্যে শাসকের আসনে বসেছে কখনও কংগ্রেস, অথবা শিরোমণি আকালি দল (এসএডি)। কিন্তু এবার এই দুই দলের প্রতিই মানুষের অনাস্থার ইঙ্গিত স্পষ্ট। কেন পাঞ্জাবে এগিয়ে আপ? রইল তার পাঁচটি কারণ…



  • Mar 10, 2022 11:40 IST
    পঞ্জাব দখলের পথে AAP, 'কেজরি মডেল প্রতিষ্ঠিত', সওয়াল সিসোদিয়ার

    পাঞ্জাব দখলের পথে আম আদমি পার্টি। পঞ্জাবে AAP-এর অসাধারণ সাফল্যের পর দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেন, ''পাঞ্জাব কেজরিওয়ালের মডেলকে সুযোগ দিয়েছে। আজ তাঁর শাসনের মডেল জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে। এটা আম আদমির জয়। এটা জাতীয় রাজনীতিতে পরিবর্তনের সূচনা মাত্র।''



  • Mar 10, 2022 11:18 IST
    উত্তরাখণ্ডে ৩৯ আসনে এগিয়ে BJP, পিছিয়ে হরিশ রাওয়াত

    উত্তরাখণ্ডে বিজেপি ৩৯টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস ১৭ আসনে এগিয়ে রয়েছে, বিএসপি এবং নির্দলরা ২টি করে আসনে এগিয়ে রয়েছে। হরিদ্বার গ্রামীণ আসনে হরিশ রাওয়াতের মেয়ে অনুপমা রাওয়াত ৩ ভোটের ব্যবধানে বিজেপির স্বামী জ্যোতিশ্বরানন্দের চেয়ে পিছিয়ে রয়েছেন। প্রাক্তন মন্ত্রী হরক সিং রাওয়াতের পুত্রবধূ অনুকৃতি গুসাইনও ল্যান্সডাউন আসনে বর্তমান বিজেপি বিধায়ক দলীপ সিং রাওয়াতের চেয়ে ১ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন। কংগ্রেসের রাজ্য সভাপতি গণেশ গোডিয়াল অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন রাজ্যে মন্ত্রী ধন সিং রাওয়াতের থেকে।



  • Mar 10, 2022 11:14 IST
    ১০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে যোগী আদিত্যনাথ

    উত্তর প্রদেশের গোরক্ষপুর গ্রামীণ কেন্দ্রে দুই রাউন্ডের গণনা শেষে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ হাজার ৮৮৮ ভোটে এগিয়ে রয়েছেন।



  • Mar 10, 2022 10:19 IST
    ২ কেন্দ্রেই পিছিয়ে চান্নি

    পাঞ্জাবের চামকৌর সাহিব ও ভাদৌর কেন্দ্র থেকে লড়ছেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস প্রার্থী চরণজিৎ সিম চান্নি। গণনার হিসাবে আপাতত দ্বিতীয়স্থানে রয়েছেন তিনি। এই দুই কেন্দ্রেই এগিয়ে আপ প্রার্থী।



  • Mar 10, 2022 10:15 IST
    উত্তরাখণ্ডের গণনার প্রবণতা

    আপাতত উত্তরাখণ্ডে এগিয়ে বিজেপি।



  • Mar 10, 2022 09:57 IST
    এগিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং

    মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং হেইনগাং কেন্দ্র থেকে ২৫৯৮ ভোটে এগিয়ে রয়েছেন। এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী শরৎচাঁদা সিং পিছিয়ে রয়েছেন। হেইনগাং কেন্দ্রটি গত ২০০২ সাল থেকে বর্তমান মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে।



  • Mar 10, 2022 09:46 IST
    উত্তরাখণ্ড: BJP এগিয়ে ৩৯ আসনে, কংগ্রেস এগিয়ে ১৯টিতে

    চলছে পাঁচ রাজ্যের ভোট গণনা। প্রাথমিক ট্রেন্ড বলছে উত্তরাখণ্ডের ৩৯ আসনে এগিয়ে বিজেপি প্রার্থীরা। কংগ্রেস এগিয়ে ১৯টি আসনে।



  • Mar 10, 2022 09:38 IST
    পাঞ্জাব: পোস্টাল ব্যালটে AAP এগিয়ে ৩৭ আসনে, ১৩ কেন্দ্রে এগিয়ে কংগ্রেস

    বিদায়ী মুখ্যমন্ত্রী চান্নি এগিয়ে ভাদৌর কেন্দ্র থেকে। পাটিয়ালা কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। অমৃতসর কেন্দ্র থেকে এগিয়ে আপ। ফজিলকা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী।



  • Mar 10, 2022 09:34 IST
    গোয়ার ১১ আসনে এগিয়ে BJP, কংগ্রেস এগিয়ে ৫টিতে

    পানাজি কেন্দ্র থেকে এগিয়ে বিজেপি। তলেইগাওঁ কেন্দ্র থেকে এগিয়ে বিজেপি। ডাবোলিমে কংগ্রেসের ক্যাপ্টেন ভিরিয়াতো ফার্নান্দেস এগিয়ে রয়েছেন। বিজেপির প্রবীণতম বিধায়ক এবং পরিবহণ মন্ত্রী মাউভিন গোডিনহো পিছিয়ে রয়েছেন।



  • Mar 10, 2022 09:15 IST
    পঞ্জাবের ভাদৌর কেন্দ্র থেকে এগিয়ে মুখ্যমন্ত্রী চান্নি

    ভোটের ফল প্রকাশের প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী পঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ভাদৌর থেকে এগিয়ে রয়েছেন। এদিকে, AAP এগিয়ে ১২ আসনে, কংগ্রেস এগিয়ে ৬টিতে। পঞ্জাবে আকালি দল ৪টি আসনে এগিয়ে আছে এবং বিজেপি ২টিতে এগিয়ে রয়েছে।



  • Mar 10, 2022 09:12 IST
    উত্তর প্রদেশ: BJP এগিয়ে ৬৯ আসনে, সপা এগিয়ে ৩০ আসনে

    উত্তরপ্রদেশে ফল গণনার প্রথম রাউন্ডে তিন্দওয়ারিতে বিজেপির রামকেশ নিষাদ ১২৪৩ ভোটে এসপির ব্রজেশ কুমার প্রজাপতির থেকে এগিয়ে রয়েছেন। সান্দিলায় বিজেপির অলকা সিং বিএসপি-র আবদুল মান্নানের চেয়ে ১৩৫৮ ভোটে এগিয়ে রয়েছেন।



  • Mar 10, 2022 09:10 IST
    গোয়ায় এগিয়ে কংগ্রেস

    গোয়ায় প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী কংগ্রেস এগিয়ে। ৪০ আসনের গোয়া বিধানসভায় ২০১৭-এর নির্বাচনে কংগ্রেস ১৭ আসনে জিতে বৃহত্তম দল হিসেবে মর্যাদা পায়। কিন্তু বিজেপি ১৩ আসন জিতেও পরে গোয়া ফরওয়ার্ড পার্টি এবং জিতে যাওয়া এমজিপির সমর্থনে সরকার গড়তে সক্ষম হয়েছিল।



  • Mar 10, 2022 09:07 IST
    পঞ্জাবে জোর টক্কর AAP-কংগ্রেসের

    প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী পঞ্জাবে সেয়ানে-সেয়ানে টক্কর আম আদমি পার্টি ও কংগ্রেসের। এখনও পর্যন্ত পঞ্জাবের ৫টি আসনে এগিয়ে AAP, ৬টিতে এগিয়ে কংগ্রেস। অকালি দল এগিয়ে ২টি আসনে। ২০১৭-এর নির্বাচনে কংগ্রেস রাজ্যের ১১৭ আসনের মধ্যে ৭৭টিতে জিতে ক্ষমতায় আসে। গতবার পঞ্জাবের ভোটে আত্মপ্রকাশ করা AAP ২০টি আসনে জিতে দ্বিতীয় স্থানে ছিল।



  • Mar 10, 2022 08:59 IST
    চলছে পোস্টাল ব্যালট গণনা, সপা-কে টেক্কা দিয়ে এগোচ্ছে বিজেপি

    চলছে পোস্টাল ব্যালট গণনা। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী এখনও উত্তর প্রদেশের ১৯টি আসনে এগিয়ে বিজেপি। উল্টোদিকে সমাজবাদী পার্টি এগিয়ে ১২ আসনে। ২০১৭ সালে বিজেপি রাজ্যের ৪০৩টির মধ্যে ৩১২ আসনে জয় পায়। ২০১৭-এর ভোটে বিজেপি জোট পেয়েছিল মোট ৩২৫ টি আসন। কংগ্রেসের সঙ্গে জোট করে সমাজবাদী পার্টচি গতবার মাত্র ৪৭টি আসনে জয় পেয়েছিল।



  • Mar 10, 2022 08:54 IST
    মানুষ জিতছে, দাঙ্গাবাজরা হারছে', মন্তব্য উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর

    উত্তর প্রদেশে নির্বাচনের ফল গণনার প্রাথমিক প্রবণতায় এগিয়ে বিজেপি। উত্তর প্রদেশের ডেপুটি সিএম কেশব প্রসাদ মৌর্য এবার আরও বেশি আক্রমমাত্মক। তাঁর কথায়, "মানুষ জিতছে, আর দাঙ্গাবাজরা হেরে যাচ্ছে।"



  • Mar 10, 2022 08:44 IST
    লখনউয়ে সমাজবাদী পার্টির কার্যালয়ের সামনে ভিড়



Manipur Poll 2022 Goa Election 2022 result Punjab Poll 2022 Uttarakhand Poll 2022 Assembly Election 2022 uttar pradesh
Advertisment