২রা মে বিধানসভা ফলাফলের প্রতিফলন এবার বাংলার তিন কেন্দ্রের ভোটে। ভবানীপুর, সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে বিপুল জয়ের পথে জোড়া-ফুল প্রার্থীরা। হাইপ্রোফাইল ভবানীপুরে লিডের পাহাড় গড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর এই সাফল্যে কালীঘাট সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আবীর খেলে, ঢাক-ঢোল বাজিয়ে উৎসবে মাতোয়ানা তৃণমূল কর্মী, সমর্থকরা। কিন্তু, বিজয় উৎসবে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। মুখ্য সচিবকে চিঠি দিয়ে সেই নিষেধাজ্ঞার কথাও জানিয়েছে কমিশন।
কালীঘাটের আকাশে ইতিমধ্যেই সবুজ আবীর উড়ছে। চলছে মিষ্টিমুখের পালা। একই ছবি বাকি মুর্শিদাবাদের বাকি দুই কেন্দ্রেও। কমিশনের নিষেধাজ্ঞা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'মমতা ব্যানার্জী বার বার কর্মীদের সচেতন হতে বলেছেন। কিন্তু এই সাফল্যে কাউকে বেঁধে রাখা সম্ভব হচ্ছে না। তবুও বলবো সচেতন হতে। এটা দিদির নির্দেশ।'
মে মাসেও ভোটের ফলাফলে বিজয় উৎসবে নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। তবুও আবারী খেলা থেকে মিষ্টি মুখ চোখে পড়েছিল। সেই সময় রাজ্যকে কঠোর হাতে পদক্ষেপ করার কথা বলেছিল কমিশন।
বিধি উপেক্ষিত হলে কঠোর ব্যবস্থা নেবে কমিশন। তারা মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানিয়েছিল যে, সংবাদ
মাধ্যমে যে ছবি উঠে আসছে, তা অত্যন্ত উদ্বেগজনক৷ সংশ্লিষ্ট রাজ্যগুলির বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে, ভোটের জেতার আনন্দে অনেকেই করোনা বিধি মানছেন না৷ সামিল হচ্ছেন বিজয় উৎসবে৷ যা কখনই কাম্য নয় বলে বার্তা কমিশনের৷ তাদের নির্দেশ, অবিলম্বে এই ধরনের যাবতীয় কর্মকাণ্ড বন্ধ হওয়া দরকার৷
দায়িত্বে থাকা সংশ্লিষ্ট আধিকারিকদের প্রতি কমিশনের বার্তা ছিল যে, যেসব জায়গায় আইনভঙ্গ করা হবে, সেখানে থানার এসএইচও এবং অন্য আধিকারিকদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে৷ তাঁদের সাসপেন্ড করতে হবে৷ প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি আইন মাফিক পদক্ষেপ করা হবে৷
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন