Advertisment

Amul-এ ফুটল পদ্ম, সৃষ্টি হল ইতিহাস

স্বাধীনতার পর প্রথমবার আমুলেও ফুটল পদ্ম, সৃষ্টি হল ইতিহাসের

author-image
IE Bangla Web Desk
New Update
Gujarat BJP, Amul BJP, Gujarat Amul, Kaira District Cooperative Milk Producers' Union Limited, dairy cooperative Gujarat BJP, Indian Express, Indian Express Gujarat politics

গুজরাটে ক্ষমতায় আসার পর আরেকটি বড় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। গত বছর বিধানসভা নির্বাচনে জয়লাভের পর ফের ইতিহাস তৈরি করল ভারতীয় জনতা পার্টি। ১৯৪৭ সালের পর এই প্রথম গুজরাটের খেদা জেলা সমবায় মিল্ক প্রোডাকশন ইউনিয়ন লিমিটেড (আমুল ডেয়ারি) দখল করেছে বিজেপি। স্বাধীনতার পর প্রথমবারের মতো ইউনিয়নের সভাপতি ও সহ-সভাপতির পদ দখল করেছে বিজেপি।

Advertisment

নির্বাচনের আগেই কংগ্রেসের পাঁচ নেতা বিজেপিতে যোগ দেন। এর মধ্যে রয়েছেন ইউনিয়নের নির্বাচিত সহ-সভাপতি কান্তি পরমার সোধা। ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপি নেতা বিপুল প্যাটেল। শেষবারের জন্য ২০২০ সালের সেপ্টেম্বরের নির্বাচনে কংগ্রেস ১১টি আসনের মধ্যে আটটিতে জয়লাভ করে। এবার কংগ্রেসকে পরাজিত করে আমূল ডেয়ারির পরিচালন ক্ষমতা হাতে তুলে নিল বিজেপি।  

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রথমবারের মতো গুজরাটের খেদা জেলা সমবায় মিল্ক প্রোডাকশন ইউনিয়ন লিমিটেড (আমুল ডেইরি) দখল করেছে। মিল্ক প্রোডাকশন ইউনিয়ন লিমিটেডের (আমুল ডেয়ারি) শীর্ষ দুটি পদে জয়ী হয়েছে বিজেপি। দীর্ঘদিনের সভাপতি রাম সিং পারমার এবং সহ-সভাপতি রাজেন্দ্র সিং পারমার মঙ্গলবার বোর্ড নির্বাচনে হেরে যান। শেষ হয় দির্ঘ ১৭ বছরের ইতিহাস। জেলা বিজেপির সভাপতি বিপুল প্যাটেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমুল ডেয়ারির নতুন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: < ‘মোদী সরকার এতটা দুর্বল নয় যে’…! সোরোসের মন্তব্য নিয়ে কেন্দ্রকে কটাক্ষ চিদাম্বরমের >

কয়েকদিন আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক কান্তি সোধা পারমার ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। আড়াই বছর পর মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে কংগ্রেসের বদলে গুজরাটের সবচেয়ে পুরনো দুধের ডেয়ারি পুরোপুরি দখল করে নিয়েছে বিজেপি। ১৫ সদস্যের বোর্ডে আমুলের পাঁচ সদস্য চলতি মাসেই বিজেপিতে যোগ দিয়েছেন। কান্তি পারমারের পর গৌতম চৌহান, সীতা পারমার, শারদা প্যাটেল এবং ঘেলা ঝালাও বিজেপিতে যোগ দেন।

নতুন চেয়ারম্যান বিপুল প্যাটেল রাম সিং পারমারের পদে আসীন হবেন, ২০ বছর ধরে  চেয়ারম্যানের পদ সামলেছেন তিনি। অন্যদিকে কান্তি পারমার এখন প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র সিং পারমারের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি ২০০৬ সাল থেকে এই পদে ছিলেন। নতুন চেয়ারম্যান বিপুল প্যাটেল আনন্দ জেলা এপিএমসির প্রধানের পাশাপাশি জেলা সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান। ১৯৪৭ সালের পর প্রথম বারের জন্য আমুল ডেয়ারির ইতিহাসে বিজেপি ক্ষমতা দখল উল্লাসে ফেটে পড়েন বিজেপি সমর্থকরা। কংগ্রেসের জন্য নিঃসন্দেহেই এটা এক বড় ধাক্কা।  

Amul bjp
Advertisment