ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন কাণ্ডে ঝামেলা আরও বাড়তে চলেছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর। সোমবার তাঁকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ সংক্রান্ত এক রিপোর্ট পেশ করতে চলেছে এথিক্স কমিটি। উল্লেখ্য, সংসদের শীতকালীন অধিবেশন একই দিন অর্থাৎ ৪ ঠা ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। শেষ হবে ২২ ডিসেম্বর।
বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকারের নেতৃত্বে লোকসভার এথিক্স কমিটি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ করেছিল। কমিটির ছয় সদস্য বহিষ্কার পক্ষে এবং চারজন এর বিরোধিতা করেন। এই রিপোর্টটি ১০ নভেম্বর লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পাঠানো হয়েছিল।
সম্প্রতি, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছিলেন যে মহুয়া মৈত্র আদানি গ্রুপ সংক্রান্ত মামলায় সংসদে প্রশ্ন করার জন্য ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে টাকা এবং দামী উপহার নিয়েছিলেন। এর পরে, দুবে এই বিষয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করেন এবং ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এরপর স্পিকার ওম বিড়লা বিষয় সংসদের এথিক্স কমিটির সামনে পেশ করেন।
দুবের অভিযোগের পরিপ্রেক্ষিপ্তে ব্যবসায়ী দর্শন হিরানন্দানি এথিক্স কমিটির কাছে একটি হলফনামা বলেন, হ্যাঁ, তিনি মৈত্রকে টাকা ও উপহার দিয়েছেন'। বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সংসদে আদানি মামলায় প্রশ্ন তোলেন মহুয়া।
মহুয়া মৈত্র নিশিকান্ত দুবের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে আদানি গ্রুপের ইস্যুতে প্রশ্ন তোলায় তাকে টার্গেট করা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে আক্রমণ করে তিনি বলেছিলেন এরা আমার কথা বলার অধিকার কেড়ে নিতে চায়।